রিয়াজুল জান্নাহ নাসিরুদ্দিন হিফজুল কুরআন মডেল মাদরাসা শরীয়তপুর সদর

রিয়াজুল জান্নাহ নাসির উদ্দিন হিফজুল কুরআন মডেল মাদরাসা

২০২৪ সালের শিক্ষাবর্ষে ভর্তি তথ্য

২০২৪ সালের শিক্ষাবর্ষে ভর্তি তথ্য

ভর্তি চলছে —     ১ ডিসেম্বর থেকে ভর্তি চলবে।  প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত জেনারেল শিক্ষার সমন্বয়ে পাঠদান করানো হয়। বাংলাদেশের যে কোন জেলা থেকে আপনার সন্তানকে আমাদের এখানে ভর্তি করতে পারেন। ইচ্ছুক তবে অপারগ এমন আগ্রহীদের জন্য আলোচনার সুযোগ রয়েছে।

মাদরাসার বিভাগ সমূহ:

  • নুরানি বিভাগ,
  • আদর্শ নাজেরা বিভাগ
  • আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ
ধরণ| আবাসিক অনাবাসিক ডে-কেয়ার শ্রেণী | প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্তআসন |সীমিত আসন

মাদরাসার বৈশিষ্ট্য সমূহ:

  • নির্ভরযোগ্য দ্বীনি প্রতিষ্ঠান
  • বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত।
  • হিফজুল কুরআন শাখায় আন্তর্জাতিক মানের হাফেজ শিক্ষক দ্বারা ছাত্রদেরকে পড়ানো হয়।
  • আবাসিক ছাত্রদেরকে তিন বেলা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন করা হয়।
  • শহরতলিতে পৌরসভার ভিতরে একদম কোলাহলমুক্ত মনোরম পরিবেশ।
  • মসকের মাধ্যমে ও রিভিশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যকরে গড়ে তোলা হয়।
  • মুরুব্বি ওলামায়ে কেরামগণের পরামর্শে পরিচালিত।
  • অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্বারোপ ।
  • অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান ।
  • কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে পাঠদান।
  • সুন্দর হস্ত লিখন চর্চা
  • ইসলামী সংগীত শিক্ষার বিশেষ ব্যবস্থা।
  • মাসিক পরীক্ষা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা।
  • লেখা পড়ার পাশাপাশি আমল আখলাক ও তরবিয়তের প্রতি গুরুত্বারোপ ।
  • মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের সু-ব্যবস্থা।

সার্বিক যোগাযোগ:

  • ফেসবুক
  • ফোন
  • যোগাযোগ
  • ইমেইল
ফেসবুক পেজ আপডেট|
ফোন| 01608-115138
যোগাযাগ |মাওঃ সাঈদ আহমাদ</br>
পরিচালক. অত্র মাদরাসা ।</br>দক্ষিণ বালুচড়া (ভেন্ডার বাড়ী সংলগ্ন) সদর, শরীয়তপুর।
ইমেইল | sayeed.ahmad.711878@gmail.com

https://www.facebook.com/profile.php?id=100084546204848

আপনার মতামত দিন