মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের ভর্তি তথ্য

মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ

MONOWARA SIKDER MEDICAL COLLEGE

মধুপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর

    মোবাইলঃ 01745-838435, Email: msmch.2015@gmail.com, Website: msmc.edu.bd

  admission info Closed 

ঢাকা অফিসঃ জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল,
মনিকা এষ্টেট, পশ্চিম ধানমন্ডি, ঢাকা-১২০৯, ফোনঃ ৯১৮১০০৫-৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) এর কারিকুলাম পরিচালিত মনোয়ারা সিকদার মেডিকেল কলেজে ৫ম ব্যাচে সরকারী নীতিমালা অনুযায়ী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে  ১ম বর্ষ  এমবিবিএস  কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমা
কোটাভিত্তিক পূর্নাঙ্গ তালিকা প্রকাশ
ছাত্র/ছাত্রী ভর্তি কার্যক্রম সম্পন্ন

কলেজ অফিস/ ঢাকা অফিস/ কলেজের ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা ও জমা দেয়া যাবে । প্রতিটি ভর্তি ফরমের মূল্য ১০০০/-(এক হাজার) টাকা মাত্র । শুক্রবারসহ যে কোন সরকারী ছুটির দিন কলেজ অফিস খোলা ।

 মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের বৈশিষ্ট্য

  • সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত সৌন্দর্যমন্ডিত নিজস্ব ক্যাম্পাস
  • অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষাদান
  • শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়া দ্বারা পাঠদান
  • প্রসারিত ও সুসজ্জিত কলেজ লাইব্রেরী ও বিভিন্ন ল্যাবরেটরী
  • সকল সুবিধা সম্বলিত ২৫০ বেডের হাসপাতাল
  • ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক হোষ্টেল ‍ব্যবস্থা 

    তথ্য সুত্রঃ কলেজ কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন