মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

MAZID JARINA FOUNDATION SCHOOL & COLLEGE

শিক্ষা, নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম এ চার নীতি স্কুলটির দর্শন।

প্রেক্ষাপট ও নামকরনঃ প্রতিষ্ঠাতার বানী থেকে “মনে পড়ে আমার শৈশব ও কৈশোরের কথা যখন প্রাইমারী ও হাই স্কুলে পড়ি দূর-দূরান্ত থেকে কষ্ট করে পড়তে হতো। তখন থেকেই একটা সপ্ন লালন করে এসেছি যে , যদি কখনো সুযোগ হয় তবে নিজ এলাকার শিক্ষার্থীদের পড়ালেখার দূর্ভোগ দূর করব। তারই প্রতিফলন আজকের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। ” প্রতিষ্ঠাতার বাবা মরহুম আব্দুল মজিদ ও মায়ের নাম মরহুম জরিনা খাতুন এর নাম থেকে “মজিদ জরিনা ফাউন্ডেশন ” প্রতিষ্ঠা করা হয়। এ ফাউন্ডেশন থেকে “মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ” এর নামকরণ করা হয়।

সাধারণ পরিচিতি

প্রতিষ্ঠাকালঃ ২০ ডিসেম্বর , ২০১৩ খ্রীঃ

EIIN-136825

প্রতিষ্ঠাতা সম্পর্কে
A K M Shahidul Hoque
এ কে এম শহিদুল হকপুলিশ বাহিনীর সাবেক আইজিপি, বিপিএম, পিপিএম।

কলেজের বৈশিষ্ট্যঃ

  • সুন্দর মনোরম পরিবেশে
  • শতভাগ নিরাপত্তা
  • সর্বাধুনিক ল্যাবরেটরিজ
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম

কলেজ পরিচিতিঃ

ল্যাবরেটরিজঃ ৫টি(পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও কম্পিউটার ল্যাব)

ভবন: ২টি (কলেজ ও প্রশাসনিকভবনএবং স্কুলভবন)

বিভাগ : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।

পরিবহনসুবিধাঃ ৪টি নিজস্ব বাস (নড়িয়া, শরীয়তপুর ,বিঝারী, জাজিরা রুটে চলমান . )

উদ্দেশ্য সমুহ: মানসম্মত পাঠদান, জিপিএ-৫ নিশ্চিত করা, সর্বোপরি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উপযোগি করে গড়ে তোলা।

বিশেষ অর্জন:-

প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য সাধারন জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা, গনিত ও বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব,ইত্যাদি বিভিন্ন ক্লাবের মাধ্যমে শিক্ষাথীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্য করে তোলা হয় । ইতোমধ্যে প্রতিষ্ঠানটি কো-কারিকুলাম কার্যক্রমে দেশ সেরা প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । গত ৩ বছর প্যারেড ও ডিসপ্লে-তে শরীয়তপুর জেলায় , জেলাপরজায়ে ১ম হওয়ার কৃতিত্ব দেখিয়ে আসছে।এছারা জাতীয় শিক্ষাসপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সফলতা দেখিয়ে জেলার সেরা প্রতিষ্ঠানের খেতাব অরজন করেছে। গত ২২/০৪/২০১৭ খ্রিঃ তারিখে শরীয়তপুর জেলার প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিটিভি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে ঢাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সামছুল হক খান স্কুল এন্ড কলেজকে পরাজিত করে শ্রেষ্ঠত্তের প্রমান রেখেছে । এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এভাবে প্রতিটি অঙ্গনে এগিয়ে যাচ্ছে ।

2017 সালের মাধ্যমিক পরীক্ষায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শরীয়তপুর জেলায় সেরা ফলাফলের তালিকায় স্থান করে নিয়েছে। এই প্রথম বারের মত এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। এবারের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭২ জন পাস করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৯৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।

যোগাযোগ তথ্য
অবস্থান শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতি সংলগ্ন নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামের
মোবাইল  +৮৮০৬০১৫১৩৪৪ , ০১৭৮৯ – ৫৯ ৫৯ ৮৬।
ইমেইল
ফেসবুক পেজ  https://web.facebook.com/mjfsc.edu/
ওয়েবসাইট  http://www.mjfsc.edu.bd/

 

তথ্যসুত্রঃ দৈনিক রুদ্রবার্তা,  প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সম্পর্কে আরো তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। 

আমাদের সাথে যোগাযোগ

আপনার মতামত দিন