এ সামাদ ইসলামী অ্যাকাডেমী
বাসস্ট্যান্ড সংলগ্ন, ডামুড্যা, শরীয়তপুর।

A Samad Islami Academy 

স্থাপিত: ২০১১ খ্রি. প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত

(বাংলা, ইংরেজি ও আরবী’র সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান)

প্রতিষ্ঠাতা : আলহাজ্ব মোঃ কামাল হোসেন সিকদার 

শ্রেনী:  প্লে গ্রুপ থেকে ৮ম শ্রেণি
আসন সংখ্যয় সীমিত

 

বৈশিষ্ট্য সমূহঃ

  • আরবী, বাংলা ও ইংরেজী সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ।
  • বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিখার ব্যবস্থা।
  • প্রতিটি ক্লাস রুম সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রীত।
  • নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
  • শিক্ষার্থীদের বিনোদনের জন্য মিনিপার্কের ব্যবস্থা।
  • আদব-কায়দা ও নামাজের বাস্তব প্রশিক্ষণ
  • প্রতিষ্ঠানের ভিতরে নিজস্ব ক্যান্টিন এর ব্যবস্থা
  • সু-বিশাল খেলার মাঠ।
  • প্রতিটি ক্লাসে ইংলিশ স্পিকিং এর ব্যবস্থা
  • নিজস্ব সাউন্ড সিস্টেমের মাধ্যমে সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থা।
  • বার্ষিক ক্রীড়া ও ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগীতার সু-ব্যবস্থা।
  • প্রতিটি সেমিস্টার পরিক্ষার পূর্বে মডেল টেন্টের ব্যবস্থা।
  • নিজস্ব কম্পিউটার ল্যাব।
  • প্রতিটি ক্লাসে M.T এবং C.T নেয়া।
  • মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা।
  • গণগ্রন্থাগারের ব্যবস্থা।
  • স্কুল থেকে আগত শিক্ষার্থীদের জন্য আরবী তাখছিছি (বিশেষ) ক্লাসের ব্যবস্থা
  • ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ফ্রি কোচিং এর ব্যবস্থা ২য় শ্রেণীতে পবিত্র কোরআনের ছবক প্রদান এবং ৪র্থ শ্রেণীতে খতম সম্পন্ন।
  • মনোরম পরিবেশে ক্যাম্পাস
  • পরিবহন ব্যবস্থা
  • মিনি পার্ক

প্রধান শিক্ষক
জাফর আহমদ সাবেক উপাধ্যক্ষ, দামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা
মোবাইল: ০১৭১৪-৭১৮৭৬৩

  • ঠিকানা
  • মোবাইল
  • ইমেইল
Tab 1 |বাসস্ট্যান্ড সংলগ্ন, ডামুড্যা, শরীয়তপুর।
Tab 2 | 01714790006
Tab 3 | asamadacademybd@gmail.com

 

আপনার মতামত দিন