শরীয়তপুরবাসী লেখক পরিচিতি
শরীয়তপুরের লেখক বলতে যা বুঝাবে:
- শরীয়তপুর জেলায় জন্মগ্রহনকারী ব্যক্তি যার অন্তত একটি বই প্রকাশিত হয়েছে;
- শরীয়তপুর জেলায় জন্মগ্রহণকারী ব্যক্তি যার কোন একটি লেখা কোন বইয়ে ছাপানো হয়েছে;
লেখক ও প্রকাশিত বইয়ের তথ্য সংগ্রহ প্রক্রিয়া:
জাতীয় বা স্থানীয় পত্রিকা, বইপত্র, ম্যাগাজিন, প্রকাশনী ও অনলাইন শপ, শরীয়তপুরবাসী লেখকদের বিভিন্ন প্লাটফর্ম হতে লেখকদের তথ্য সংগ্রহ করা হবে।
বই পরিচিতি তথ্য সংগ্রহ:
সম্মানিত লেখকদের প্রদত্ত তথ্য, প্রকাশিত বইয়ের ফ্ল্যাপ, পত্রপত্রিকা, প্রকাশনী, নির্ভরযোগ্য ওয়েবসাইট ও অনলাইন শপ, শরীয়তপুর জেলার কর্মরত গ্রন্গাগার থেকে সংগৃহিত বইপত্র।
লেখক তালিকা
উপজেলা অনুসারে ও তথ্য প্রাপ্তির ভিত্তিতে লেখকদের নাম সাজানো হয়েছে। ভব্যিষতে গ্রহণযোগ্য নিয়মের ভিত্তিতে লেখকদের নামের তালিকা সাজানো হবে।
ভেদরগঞ্জ উপজেলা লেখক পরিচিতি:
এম, এ আজিজ মিয়া, (অধ্যাপক) গবেষক, প্রাবন্ধিক) ।শরীয়তপুর সদর, শরীয়তপুর, পৌরসভা
আলী আহাম্মদ খান, এ্যাডভোকেট, পাচাইসার (পালং), শরীয়তপুর সদর
শরীফ আহসান, চন্দ্রপুর, শরীয়তপুর সদর।
আব্দুল ওয়াজেদ, শরীয়তপুর সদর
শ্রী কৃষ্ণ তর্কালস্কার।, শরীয়তপুর সদর, পৌরসভা, ধানুকা
আবুল কালাম আজাদ, গেরিলা আজাদ, (এ্যাডভোকেট, কবি), কলমিরচর, কুণ্ডেরচর, জাজিরা।
অতুল প্রসাদ সেন, নড়িয়া, বিঝারী, মগর ।
আবু ইসহাক, কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা, শিরঙ্গল নড়িয়া, শরীয়তপুর।
অনিক মাহামুদ মাসুদ, (উপন্যাসিক), কলুকাঠি ।
অর্পণা প্রসাদ সেনগুপ্ত , মশুরা, ভোজেশ্বর নড়িয়া ।
আনন্দময়ী , জপসা, নড়িয়া ।
আনন্দনাথ রায়, জপসা, নড়িয়া।
আব্দুল হক ফরিদী, (সমাজকর্মী) পা্ইকপাড়া ,নড়িয়া।
এন, এম, এ, ইউসুফ দুলাল (আবু ইউসুফ) , চামটা, নড়িয়া।
কাজলেন্দু দে (অধ্যাপক), (কবি) । পিতা : মানাখান।, ভূমখাড়া, নড়িয়া,
অন্নদাচরণ তর্কবাগীশ
(নৈয়ায়িক, শাস্ত্রকার ও গ্রন্থকার)
মূলগাঁও, গোসাইরহাট।
আপনার মতামত দিন