রেদোয়ান মাসুদ : কবি ও উপন্যাসিক
শরীয়তপুরবাসী লেখক পরিচিতি

রেদোয়ান মাসুদ এর জন্ম ১৯৮৮ সালের ৬ জানুয়ারি শরীয়তপুরের জাজিরার প্রত্যন্ত এক গ্রামে।
রেদোয়ান মাসুদ বাংলাদেশের একজন জনপ্রিয় তরুণ লেখক। কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন উপন্যাসিক হিসেবে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তবে তিনি একজন কবি হিসেবে নিজেকে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দবোধ করেন।

২০১৮ সালের একুশে বইমেলায় তার প্রথম উপন্যাস অপেক্ষা চলে আসে বইমেলার বেস্ট সেলার লিস্টে। এরপর উপন্যাসটির দ্বিতীয় ও তৃতীয় পর্বেও পেয়েছেন ব্যাপক পাঠকপ্রিয়তা।

কবি ও উপন্যাসিক রেদোয়ান মাসুদ শুধু বাংলাদেশেই পরিচিত নন, ভারতের পশ্চিম বঙ্গ, ত্রিপুরা ও আসামেও রয়েছে তার পরিচিতি। তিনি সাহিত্যকে কাঁটাতারের বেড়ায় আবদ্ধ রাখতে চান না। তাই বিশ্বের সকল বাংলাভাষীদের সাথে গড়তে চান এক নতুন ভালোবাসার সম্প্রীতি।  

রেদোয়ান মাসুদ তিনি ১৯৮৮ সালের ৬ই জানুয়ারী শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মােড়ল কান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে শরীয়তপুর ও মাদারীপুরে। পদ্মা নদী থেকে মাত্র ৮-১০ কিলোমিটার দূরে তাদের বাড়ি অবস্থিত বলে শৈশব ও কৈশোর পাড় করেছেন বন্যাসহ নানা প্রাকৃতিক দূর্যোগের সাথে। নদীতে সাতার কাঁটা, ফসলের ক্ষেতে ঘোরা, মাছ ধরা, মাছ চাষ ও বাগান করা ছিল তার প্রিয় শখ। বর্তমান সময়ে ইটপাথরঘেরা শহরে বাস করলেও কখনই ভুলতে পারেন নি সেই মা ও মাটিকে।

 তিনি জাঁকজমকপূর্ণ জীবনযাপনে ততােটা আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।

তার বাবার নাম মােঃ নুরউদ্দিন মােড়ল ও মাতার নাম জামিলা খাতুন।

রেদোয়ান মাসুদ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। এরপর মূলত একজন উদ্যোক্তা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন ‘মোড়ল মিডিয়া বাংলাদেশ’ (মোড়ল নিউজ) নামে একটি সংবাদ মাধ্যম। বাংলাদেশের সকল তথ্য সংযোজিত করতে প্রতিষ্ঠা করছেন দেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার ‘বাংলাকোষ’। এছাড়াও মানুষের স্বাস্থ্য সেবায় যুক্ত হয়েছেন হাসপাতালের সাথে। তিনি ‘হেলথ এইড হাসপাতাল লিমিটেড’ এর সহ-উদ্যোক্তা ও পরিচালক।

রেদোয়ান মাসুদের প্রথম বই (কাব্যগ্রন্থ) ‘মায়ের ভাষা’, যেটি প্রকাশিত হয় ২০১৪ সালের একুশে বইমেলায়।

তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো ‘মনে পড়ে তোমাকে’(২০১৫), ‘অনেক কথা ছিল বলার’(২০১৭), ‘তবুও মনে রেখো’(২০১৯) ও ‘মন বলে তুমি ফিরবে’(২০২০)। 

রেদোয়ান মাসুদের উপন্যাসগুলো হলো ‘অপেক্ষা-১’(২০১৮), অপেক্ষা-২(২০১৯) ও অপেক্ষা-৩(২০২০)। ভাঙ্গন ও ব্লাক মেইল নামে তার আরও দুটি উপন্যাস প্রকাশের অপেক্ষায় আছে।

তিনি ছোটদের জন্য লিখছেন ছড়ার বই ‘পরীর দেশে’ ও উপন্যাস ‘মৎস কন্যা’। এই বইদুটি এখনও প্রকাশিত হয়নি। এছাড়াও তিনি ‘চেঞ্জ ইউর মাইন্ড ও চেনা মানুষের অচেনা মুখ নামে আরও দুটি বই লেখা শুরু করেছেন।  ‘চেঞ্জ ইউর মাইন্ড’ একটি আত্মউন্নয়নমূলক বই ও ‘চেনা মানুষের অচেনা মুখ’ একটি শায়েরির বই।

রেদোয়ান মাসুদের পড়ালেখা কমার্স ব্যাকগ্রাউন্ড হলেও ‘বাংলাকোষ’ প্রতিষ্ঠার পর থেকে ঝোক চলে আসে ইতিহাস চর্চার উপর। ইতিহাস ও জীবনী নিয়ে লিখেছেন বেশকিছু লেখা যা তিনি পরবর্তীতে বই আকারে প্রকাশ করার পরিকল্পনা করেছেন।
রেদোয়ান মাসুদ জায়গা করে নিয়েছেন পাঠকের হৃদয়ে। তাঁর লেখার মধ্যে ভালােবাসা, দেশপ্রেম, শিশুতােষ, মানবপ্রেম, আবেগ, অনুভূতি ও বিরহ জড়ানাে।

বাংলাদেশের সকল তথ্য সংযোজিত করতে প্রতিষ্ঠা করছেন দেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার ‘বাংলাকোষ’। 

 

 

অনলাইনে রেদওয়ান মাসুদের বই কিনুন

আপনার মতামত দিন