ভোজেশ্বর ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস : নড়িয়া উপজেলার মধ্যে ভোজেশ্বর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে পরিচিত। এই ইউনিয়নে শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে পুরাতন একটি হাট আছে। যেখানে সপ্তাহে দুইদিন হাট বসে। এখানে তৎকালিন আমলে এখানে ভোজের আয়োজন হত। তাই সে ভোজকে কেন্দ্র করে এই বাজারের নাম রাখা হয়েছে ভোজেশ্বর।
গ্রাম সমূহের নাম
- আনাখন্ড
- উপসী
- মশুরা
- পাচক
- চান্দনী
- নড়চান্দনী
- নড়কলিকাতা
- দুলুখন্ড
- আচুড়া
- সুজাসার
দর্শনীয় স্থানঃ উপমহাদেশের বৃহত্তম শিবলিঙ্গ।
খাল ও নদী
ভোজেশ্বর ইউনিয়নে একটি নদী ও তিনটি খাল বিদ্যমান। নদীর নাম কৃতিনাশা। এই নদীটি একটি প্রখ্যাত নদী। এটি পদ্মা নদী হয়ে মাদারীপুর বরিশাল সংযোগ ।
১) কৃতিনাশা নদী হয়ে ভায়া ভোজেশ্বর ইউনিয়ন হয়ে বিঝারী দিয়ে ভেদরগঞ্জ পর্যন্ত সংযোগ।
২) কৃতিনাশা নদী হয়ে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী দিয়ে দুলুখন্ড পর্যন্ত সংযোগ।
৩) বিঝারী হয়ে দুলুখন্ড আচুড়া হয়ে ভেনপা পর্য্নত সংযোগ।
হাট-বাজারঃ ভোজেশ্বর বাজার।
আপনার মতামত দিন