উপমহাদেশের সর্ববৃহৎ কষ্টি পাথরের শিবলিঙ্গ

জেলার পুরাকীর্তি নিদর্শনঃ উপমহাদেশের সর্ববৃহৎ কষ্টি পাথরের শিবলিঙ্গ।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন।

শিব লিঙ্গ সম্পর্কে ঃ
লিঙ্গ শব্দটির অর্থ হল প্রতীক। এটা হিন্দু দেবতা শিবের একটি প্রতীক চিহ্ন। হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবের পুজা হয়। হিন্দুদের মতে শিবলিঙের চিহ্ন মহা শক্তির প্রতীক, জীবন সৃষ্টির উৎস্য, পরোক্ষ স্থান ও প্রত্যক্ষ কালের প্রতীক।
তবে সৃষ্টির পিছনে নারী ও পুরুষ উভয়ের অবদানের কথা স্মরণ করে হিন্দুরা শিবলিঙ্গকে পুজা করেন। আমাদের আলোচিত শিবলিঙ্গটি কষ্টি পাথরে নির্মিত ।
————————–————————–————————–—–
তথ্য সংগ্রহকারীঃ ইমরান খান, আইন বিভাগ, ৬ষ্ঠ ব্যাচ,  জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আপনার মতামত দিন