শরীয়তপুর এর পূর্ব নাম পালং। পালং একটি পুরাতন নাম। পালং থানা প্রতিষ্ঠার এবং এর নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অর্ন্তভুক্ত ছিল। ১৯৭৭ সালের ০৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহর নাম অনুসারে শরীয়তপুর নামকরণ করে মহকুমা স্থাপন করা হয়। ১৯৮৪ সালে প্রশাসনিক পূনবিন্যাসের ফলে শরীয়তপুরকে জেলায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি এ থানাকে শরীয়তপুর সদর উপজেলা হিসেবে নাম করন করা হয়।
দর্শনীয় স্থানঃ রুদ্রকর মঠ, চিকন্দী সিনিয়র সহকারী আদালত।
নদনদীঃ কীর্তিনাশা।
হাটবাজারঃ আংগারিয়া বাজার, পালং বাজার, চিকন্দী বাজার, গয়াতলা বাজার, চন্দ্রপুর বাজার, বুড়ির হাট, সুবচনী বাজার, মনোহর বাজার,
ডোমসার, শৌলপাড়া বাজার, গঙ্গানগর বাজার।
তথ্যসুত্রঃ শরীয়তপুর জেলা তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া।
আপনার মতামত দিন