চিকন্দী সিনিয়র সহকারী আদালত

(শরীয়তপুর জেলার সবচে পুরনো কোর্ট)

এই কোর্টটি শরীয়তপুর জেলার সবচাইতে পুরাতন একটি কোর্ট। বর্তমানে এই কোর্টের কার্যক্রম চলমান আছে। এই কোর্টটির চার পাশে বিশাল পরিমান জমির উপর স্থাপিত হয়েছে।

শরীয়তপুর জেলা পূর্বে মাদারীপুর মহকুমার অংশ থাকাকালে এখানে একমাত্র চিকন্দিতে এক মুন্সেফ কোর্ট চালু ছিল যা চিকন্দি কোর্ট নামে পরিচিত। এটি বৃটিশ শাসনামলে স্থাপিত হয়। এই কোর্টের মাধ্যমে বর্তমান শরীয়তপুর জেলার সব ক’টি উপজেলার দেওয়ানি মামলা পূর্বে পরিচালিত হতো। ফৌজদারী মামলা হতো মাদারীপুরে। ১৯৭৭ সালে শরীয়তপুর মহকুমায় রূপান্তরিত হওয়ার পর ফৌজদারি ও দেওয়ানি মামলা শরীয়তপুর জেলা চিকন্দি কোর্ট হতে পরিচালিত হচ্ছে। ১৯৮৪ সালে শরীয়তপুর মহকুমা হতে জেলায় রূপান্তরিত হওয়ার পর মাদারীপুর বা ফরিদপুরে আর কোন মামলা পরিচালিত হচ্ছে না। তবে চিকন্দি কোর্টে এখনও পূর্বের ন্যায় শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা দেওয়ানী মামলা পরিচালিত হচ্ছে।

কিভাবে যাওয়া যায়: শরীয়তপুর সদর হইতে অটো, রিক্সা, ভ্যান যোগে ডোমসার ইউনিয়ন হয়ে চিকন্দী শরফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে শৌলা মূখী চিকন্দী ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পাশে অবস্থিত।

তথ্যসুত্র: ব্রান্ড বুক, সোনালী সেতুর শ্যামল ভুমি, (প্রকাশক:  শরীয়তপুর জেলা প্রশাসন) ও ইন্টারনেট।

আপনার মতামত দিন