শরীয়তপুর জেলার ব্যবসায়ীগণ ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পণ্য আনা নেওয়া করে থাকে। জল পথে পন্য আনা নেওয়ার ব্যবস্থাটা আগে থেকেই প্রচলিত ছিলো। সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় জেলায় অনেকগুলো ট্রান্সপোর্ট এজেন্সী গড়ে উঠেছে। সাধারণত ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে পণ্য আনা নেওয়ার কাজ করে থাকে এ সকল ট্রান্সপোর্ট গুলো। এ সকল ট্রান্সপোর্ট এজেন্সীর পরিচিতি ও যোগাযোগ তথ্য নিয়েই আমাদের এ পাতা। আমাদের সংগ্রহে যে সকল এজেন্সির তথ্য ছিলো সেগুলো প্রকাশ করা হলো এবং নতুন তথ্য সংগ্রহ হলে আমরা হালনাগাদ করে দেবো। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ট্রান্সপোর্ট এজেন্সী গুলোর সাথে যোগাযোগ করে সকল নিয়মাবলী জেনে নিতে পারেন।
নড়িয়া এন্টারপ্রাইজ ও ট্রান্সপোর্ট
ভেদরগঞ্জ ট্রান্সপোর্ট
হাজী শরীয়তুল্লাহ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস
মেসার্স ভেদরগঞ্জ ট্রান্সপাের্ট এজেন্সি
মামা ভাগিনা ট্রান্সপোর্ট এজেন্সি, কোড়ালতলী, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
নিউ শরীয়তপুর ট্রান্সপাের্ট এন্ড পার্সেল সার্ভিস।
নিউ পালং শিবচর ট্রান্সপাের্ট
দি হীরা ট্রান্সপাের্ট
দি গোসাইরহাট ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস
মেসার্স দেওয়ান ট্রান্সপোর্ট, মোল্লার বাজার, সখিপুর, শরীয়তপুর।
নিউ শরীয়তপুর ট্রান্সপাের্ট এন্ড পার্শেল সার্ভিস
আপনার মতামত দিন