শরীয়তপুরের প্রথম মহকুমা প্রশাসক ঃ
স্বাধীনতার পর ১৯৭৬ সালে সিদ্ধান্ত গৃহিত হয় মাদারীপুর এর পূর্বাঞ্চল নিয়ে একটি মহকুমা গঠন করা হবে। ১৯৭৭ সালের ১০ আগষ্ট রেডিওতে সরকার কর্তৃক মহকুমা গঠনের ঘোষণা দেয়া হয় এবং ঐ বছর ৩ নভেম্বর এ মহকুমার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতির অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল মোনেম খান। আর শরীয়তপুর জেলার প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব আমিনুর রহমান। তিনি ১৯৭৮ সাল পর্যন্ত কাজ করেন।
শরীয়তপুর জেলার প্রথম কলেজঃ
শরীয়তপুর জেলার প্রথম কলেজ পূর্ব মাদারীপুর ডিগ্রি কলেজ। এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ডামুড্যায়। পূর্বে ব্রিটিশ ও পাকিস্তান আমলে এ অঞ্চলের লোকেরা সাধারণত উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার জন্য মাদারীপুর, চাঁদপুর, নারায়নগঞ্জ, ঢাকা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে গিয়ে পড়াশোনা করতো।
শরীয়তপুর জেলার প্রথম মাধ্যমিক স্কুলঃ
সমগ্র শরীয়তপুর জেলার ইতিহাসে দেখা যায় সবার আগে গোসাইর হাটের “ ইদিল পুর মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়। ১৮৮৪ সালে স্থাপিত হয়। এর পর ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয় পালং উচ্চ বিদ্যালয়, উপাসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় এবং তুলাসার গুরুরাম উচ্চ বিদ্যালয়।
প্রথম দায়রা জজঃ
শরীয়তপুর জেলা প্রতিষ্ঠিত হওয়ার পরে জেলা ও দায়রা জজের নেতৃত্বে বেশ কজন জজ জেলার বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। জনাব একেএম ফজলুর রহমান ১৯৮৯ সালের জুন মাসে শরীয়তপুর জেলার প্রথম জেলা ও দায়রা জজ হিসাবে শরীয়তপুরে যোগদান করেন। জনাব একেএম ফজলুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যতম বিচারপতি।
সুত্রঃ শরীয়তপুর অতীত ও বর্তমান (আবদুর রব শিকদার)।
শরীয়তপুর জেলার প্রথম পেট্রোল পাম্প
গ্লোরী ফিলিং স্টেশন
ঠিকানা: সদর রোড, শরীয়তপুর।
শরীয়তপুর জেলার প্রথম পত্রিকা
শরীয়তপুর জেলার প্রথম পত্রিকা অবলাবান্ধব।
পত্রিকা সম্পাদনার বিষয়ে প্রথমেই বলতে হয় নড়িয়া থানার লোনসিং গ্রামে বসবাসকারী দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় এর কথা। দ্বারকনাথ লোনসিং থেকে অবলাবান্ধব নামে একটি পত্রিকা প্রকাশ করেন, এটি তৎকালীন বিক্রমপুরের প্রথম পত্রিকা সে হিসেবে এটি শরীয়তপুরেরও প্রথম পত্রিকা। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১০ জ্যৈষ্ঠ, ১২৭৬ সালে অর্থাৎ ইংরেজি ১৮৬৯ সালের ২৪ মে। পত্রিকাটি ঢাকার সুলভযন্ত্র থেকে মুদ্রিত ও প্রকাশিত হতো বলে এটি ঢাকার সংবাদপত্রের অর্ন্তভুক্ত করা যায়। অবলা বান্ধব ঢাকার প্রথম নারীবিষয়ক পত্রিকাও বটে। ১৮৭০ সালে সম্পাদক কলকাতায় চলে গেলে সেখান থেকেই অবলা বান্ধব প্রকাশিত হতে থাকে।
জেলার প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ঃ
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল: ২০১২ খ্রিষ্টাব্দ
ধরণ : বেসরকারী বিশ্ববিদ্যালয়।
অনুমোদনকারীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
ঠিকানাঃ মধুপুর, কার্তিকপুর,ভেদরগঞ্জ, শরীয়তপুর।
ওয়েবসাইট: www.Zhsust.edu.bd.
প্রতিষ্ঠাতা: বিশিষ্ট শিল্পপতি জয়নুল হক সিকদার ।
শরীয়তপুর জেলা ও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির বিশেষত্বঃ
————————–
১. সবুজ প্রাকৃতিক পরিবেশে শহুরে কোলাহল মুক্তদেশের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয়;
২. বাংলাদেশের অন্যতম আবাসিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়;
৩. জেলার একমাত্র ও প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়;
৪. শরীয়তপুর জেলার একমাত্র ও প্রথম বেসরকারী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
৫. শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক ”দর্শনীয় স্থান” হিসাবে স্বিকৃত;
শরীয়তপুর ছাড়া দেশের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রী গণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।
* নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায়।
* ক্যাম্পাসের পাশে মিনি চাইনিজ ও রেস্তোরা রয়েছে।
যাতায়াত: শরীয়তপুর থেকে বাসে অথবা অটোতে করে ভেদরগঞ্জ গিয়ে রিক্সায় করে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়।
প্রথম মেডিকেল কলেজ ঃ
মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ
ঠিকানাঃ মধুপুর, কার্তিকপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর
প্রতিষ্ঠাতা: বিশিষ্ট শিল্পপতি জয়নুল হক সিকদার ।
আপনার মতামত দিন