শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার

শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার ২০১৫ সালে প্রতিষ্ঠা হয়।
ঠিকানাঃ ভেদরগঞ্জ , শরীয়তপুর।
প্রধান কার্যালয়ঃ হাজী মোঃ ওয়াছদ্দিন বেপারী হাজী মোঃ ওয়াজদ্দিন সরদার নূরাণী তালীমুল কোরআন মাদ্রাসা ভবন (নীচতলা), ০২ নং ওয়ার্ড, ভেদরগঞ্জ পৌরসভা, শরীয়তপুর।
কর্ম এলাকাঃশরীয়তপুর জেলায় ইহার কার্যক্রম সীমাবদ্ধ থাকিবে।

 লক্ষ্যঃ
১. সাধারণ জনগণের ইতিবাচক গুনাবলীর চর্চা ও বিকশিত করার জন্য কাজ করে যাওয়া ;
২. সংগঠনের সামর্থ্য অনুসারে জনকল্যাণ মুলক কার্য সম্পাদন ও অংশগ্রহণ;

উদ্দেশ্যঃ
সংগঠন তার লক্ষ্যে পৌছানোর জন্যে নি¤েœাক্ত উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবেঃ

  • বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের জন্য পাঠ্য পুস্তক ও তার বাইরের বইয়ের যোগান দেয়া;
  • অফিস রুমে স্থানীয় ও জাতীয় পত্রিকা রেখে সংগঠনের সদস্য ও জনসাধারনকে পড়ানোর ব্যবস্থা করা;
  • স্বল্প মুল্যে অথবা বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া;
  • মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষোপকরণ প্রদাণ ও প্রতিযোগীতামূলক বৃত্তি পরীক্ষার মাধ্যমে পুরষ্কার বিতরণ;
  • সুবিধা বঞ্চিত শিশুদের ঝড়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • বেকারত্ব লাঘবে ভুমিকা রাখা ;
  • মৌলিক অধিকার, নারী ও শিশু অধিকার আদায় ও বজায় রাখার জন্যে স্থানীয়, জাতীয় ও আর্ন্তজার্তিক সংগঠনের বা সংগঠনের সাথে সহ-অবস্থান, সহযোগীতামূলক বা অংশগ্রহণমূলক ভুমিকা রাখা;
  • রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলার জন্য জনসচেতনতা মূলক উদ্যেগ গ্রহণ করা;
  • বিভিন্ন দিবস উদযাপন ও প্রতিপাদ্য ও তাৎপর্য জন সাধারণের কাছে পৌছানোর উদ্যোগ গ্রহণ করা;
  • সমাজকর্মী, স্থানীয়, দেশী বিদেশী সংগঠনের/সংগঠনের সাথে হৃদ্যতা র্পূণ সৌহার্দ ও সম্প্রীতি রক্ষা করা;

শরীয়তপুর জেলার স্থানীয় সংগঠন হিসাবে ভুমিকা পালনঃ

“শরীয়তপুর পোর্টাল লাইব্রেরী” বিশেষ কিছু ভুমিকা পালন করবে;

  • শরীয়তপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সংগ্রহকারী, সংরক্ষণকারী ও প্রচারক হিসাবে কাজ করবে;
  • শরীয়তপুর জেলাকে তুলে ধরা ও শরীয়তপুরের সাথে যোগাযোগকে সহজ করার প্রচেষ্টা চালিয়ে যাবে;
  • শরীয়তপুরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান অনন্য ভুমিকা রাখবে তাদের উৎসাহ দানের জন্য পুরষ্কার ও সম্মাননা প্রদান করবে;
  • জাতীয় বা আন্তজার্তিক পর্যায়ে ইতিবাচক আলোচিত ভুমিকা রাখবেন এমন ব্যক্তি বা সংগঠনকে উৎসাহ দানের জন্য পুরষ্কার ও সম্মাননা প্রদান করবে;
  • শরীয়তপুর জেলায় প্রকাশিত বই ম্যাগাজিন, প্রতিবেদন সংগ্রহ ও সংরক্ষণ করা;
  • সংগঠন মাসিক/বাৎসরিক ভিত্তিতে ম্যাগাজিন প্রকাশ করবে;

আপনার মতামত দিন