রক্তের সন্ধানে শরীয়তপুর একটি অনলাইন ভিত্তিক,অ-লাভ জনক, সামাজিক এবং রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন।
রক্তের সন্ধানে শরীয়তপুর মূলত রক্তদান করে থাকেন এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য জরুরি মুহূর্তে সম্পূর্ণ বিনা মুল্যে রক্তদান করা, রক্তদাতা খুজে দেয়া এবং শরীয়তপুর তথা সমগ্র বাংলাদেশে রক্তের অভাবে যেন আর কোন প্রাণ ঝড়ে না পড়ে। এবং অন্যান্য সামাজিক এবং রাষ্ট্রীয় কল্যাণ মুলক কাজ।
রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন।
📱 ০১৭৭৭৫৪০৩৮৩
শাহরিয়ার ইমন, প্রতিষ্ঠাতা সভাপতি, রক্তের সন্ধানে শরীয়তপুর।
📱 ০১৭৭৭৫৪০৩৮৩
শামীম রেজা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রক্তের সন্ধানে শরীয়তপুর।
📱 ০১৭২১০৫০৯৭৫
কে এম সাগর, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, রক্তের সন্ধানে শরীয়তপুর।
রক্তের সন্ধানে শরীয়তপুর গ্রুপ ভিজিট করুন।
রক্তের সন্ধানে শরীয়তপুর এর ফেসবুক পেজ দেখুন।
রক্তের সন্ধানে শরীয়তপুর গ্রুপে রক্ত সংক্রান্ত পোষ্ট, আত্মমানবতার এবং বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় সেবা মুলক পোষ্ট ব্যাতিত অন্য কোন পোষ্ট,ভিডিও বা ছবি এপ্রুভ হবে না এবং কোন ধরনের শেয়ার পোষ্ট এপ্রুভ হবে না।
রক্তের প্রয়োজনে নিচে দেয়া নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে অন্যথায় পোষ্ট এপ্রুভ হবে না:
১: রুগীর সমস্যা কি।
২: রক্তের গ্রুপ কি।
৩: রক্তের নাম উল্লেখ্য করা যেমনঃ হোল ব্লাড,প্লাজমা নাকি প্লাটিলেট এর প্রোয়জন।
৪: রক্তের পরিমান অর্থাৎ কত ব্যাগ লাগবে।
৫: হিমোগ্লোবিন অর্থাৎ রোগীর শরীরে কতটুকু রক্ত আছে।
৬: হাসপাতালের নাম কি।কোন জেলাতে প্রয়োজন স্থান নিদিষ্ট ভাবে লিখতে হবে।
৬: কোন তারিখ এবং কোন সময়ে প্রোয়জন।
৭: রুগীর নিকটতম আত্মীয়ের ফোন নাম্বার (যে ব্যাক্তি সব সময় রোগীর সাথে থাকবেন এবং সকল আপডেট দিতে পারবেন)
৮: রেফারেন্স অথাৎ যার মাধ্যমে আপডেট পেতে পারি।
পোস্ট টি সুন্দর করে রুগীর তথ্য দিয়ে বাংলাতে লিখে করবেন ইনশাআল্লাহ গ্রুপের সকল সদস্য চেস্টা করবে রক্তদাতা খুজে দিতে।
#সিজারিয়ান রুগীর ক্ষেত্রে কিছু করণীয়ঃ-
দুই মাস আগে দু জন রক্তদাতা খুজে রাখুন।
যদি সেটা ও না পারেন আগে নিজের নিকটতম আত্মীয়দের মাঝে খুজবেন পজেটিভ গ্রুপ হলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আর যদি নেগেটিভ গ্রুপের হয় তবে আমাদের কে অন্ততঃ দুইদিন আগে জানাতে হবে।আমাদের কে জানানোর নিয়মাবলী:
*রুগীর রক্তের গ্রুপ কি?
*রুগীর হিমোগ্লোবিন কত?
*রুগী কোন মেডিকেলে আছেন?
*রক্ত সিজারের আগে না পরে প্রোয়জন?
সিজারের রুগীর ক্ষেত্রে এক্সচেঞ্জ রক্ত আবশ্যকীয় যেমন আমরা যদি এক জন রক্তদাতা খুজে দেই সেক্ষেত্রে সম্ভব হলে রোগীর লোককে এক ব্যাগ রক্ত দান করতে হবে অন্য কোন মুমূর্ষু রুগীকে।
ডাক্তারের সাথে কথা বলে ১০০% কনর্ফাম হয়ে গ্রুপে পোস্ট করবেন। কোন প্রকার বিকাশে লেনদেন যেমনঃ আমাদের গ্রুপের পোস্ট থেকে রক্তদাতা ফোন কলে আপনাকে ভাড়া বাবদ টাকা চাইলে বিকাশ করা থেকে বিরত থাকবেন।। যদি বিকাশ করেন তবে কোন ভাবে “রক্তের সন্ধানে শরীয়তপুর” পরিবার দায়ী নয়। মনে রাখবেন সেচ্ছায় রক্ত দাতা ফ্রীতে রক্তদান করেন কোন প্রকার লেনদেনে নয়। গ্রুপে পোস্ট করে পোস্ট দাতা হারিয়ে যাবেন না দয়া করে আপনি”রক্তের সন্ধানে শরীয়তপুর” সদস্যদের কে প্রতি মুহূর্তে রুগীর তথ্য দিয়ে রক্তদাতা খুজে দিতে সাহায্য করবেন। যদি আপনারা পোস্ট করে হারিয়ে যান রক্তের সন্ধানে শরীয়তপুর সদস্য তথ্য চাওয়া সত্বে ও আপনি তথ্য না দেন আপনার পোস্ট এর কমেন্টিং অফ করে দেওয়া হবে এবং এরকম কয়েকবার করলে আপনাকে গ্রুপ থেকে ব্যান দেওয়া হবে।
উপরক্ত তথ্য গুলা মেনে চলুন “রক্তের সন্ধানে শরীয়তপুর”গ্রুপের সকল সদস্য কে রক্তদাতা খুজে দিতে সাহায্য করুন।
রক্তের সন্ধানে শরীয়তপুর
একটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন। ২০১৮ সালের ১মে এর যাত্রা শুরু হয়।
মাসিক সভার মাধ্যমে মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের ব্যয় নির্বাহ করা হয় সদস্যদের মাসিক চাঁদার ভিত্তিতে। প্রতি এক বছর পর পর কমিটি পরিবর্তন হয়।
রক্তদানে সংগঠনটি যেভাবে কাজ করেঃ পুরো শরীয়তপুর জুড়ে এ সংগঠনের সদস্য রয়েছে। রক্তদান কার্যক্রমকে পরিচালনা করা জন্য রক্তের সন্ধানে শরীয়তপুর নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে।
সদস্যগণ যখন জানতে পারেন কারো রক্তের প্রয়োজন অথবা কোন ব্যক্তি যখন রক্তের সন্ধানে শরীয়তপুর গ্রুপে রক্তের প্রয়োজনে পোস্ট দেয় তখন সংগঠনের প্রতিটি সদস্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেন রক্ত সংগ্রহ করে দেয়াল জন। সংগঠনের সদস্যগণ মানুষের প্রয়োজনে শরীয়তপুর জেলার বাইরেও রক্তদানে সহায়তা করে থাকেন।
সংগঠনের কার্যক্রমঃ মানুষকে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা ও ফ্রিতে রক্তের গ্রুপ নির্নয় করা।
সামাজিক কার্যক্রমঃ রক্তদানের বাইরেও সংগঠনটি সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন করোনাকালিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানো, শীতবস্ত্র বিতরণ,বন্যার্তদের সাহায্য,ঈদে নতুন জামাকাপড় বিতরণ।
রক্তের সন্ধানে শরীয়তপুর এর ফেসবুক গ্রুপ ভিজিট করুন।
ভেদরগঞ্জ সরকারী এম এ রেজা কলেজে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদানে উৎসাহিত করতে সেচ্ছাসেবীদের ক্ষুদ্র প্রয়াস
ভেদরগঞ্জ সরকারী এম এ রেজা কলেজে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদানে উৎসাহিত করতে সেচ্ছাসেবীদের ক্ষুদ্র প্রয়াস
আপনার মতামত দিন