বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়

(শরীয়তপুর জেলার একমাত্র সরকারি (স্পেশাল) বিদ্যালয়)
 সখিপুর – ভেদরগঞ্জ, শরীয়তপুর ।

 

কোড নং ঃ ঢ-০৬৯১/৭৮

ক্লাস সমূহ ঃ                                                                                                                                       
১. প্রস্তুতিমূলক শ্রেণী –  বয়স ঃ ০১ থেকে ০৫ বছর পর্যন্ত ।

২. প্রাক প্রাথমিক শ্রেণি – বয়স ঃ ০৬ থেকে ১০ বছর পর্যন্ত ।

৩. প্রাথমিক শ্রেণি- বয়স ঃ ১১ থেকে ১৬ বছর ।

৪. বৃত্তিমূলক শ্রেণি- বয়স ঃ ১৭ থেকে ২০ বছর পর্যন্ত ।

বিদ্যালয়ের  বৈশিষ্টসমূহ ঃ 

    • অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত অত্যাধুনিক জাতীয় প্রতিষ্ঠান (স্পেশাল)। 
    • মনোরম ও নিরিবিলি পরিবেশে শিক্ষাদানের  ব্যবস্থা। 
    • ছাত্র/ছাত্রীদের যাতায়াতের জন্য বিদ্যালয়ের নিজস্ব ভ্যান গাড়ির ব্যবস্থা ।
    • সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয়, কারিগরি ও সাংস্কৃতিক শিক্ষার সুব্যবস্থা আছে। 
    • সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ।
    • আবাসিক/অনাবাসিক ব্যবস্থা আছে ।

যোগাযোগঃ

০১৭২৬-৬৯৬৬৯৮(সভাপতি)  ০১৭১৫-৯৪২১৮৬ (প্রধান শিক্ষক)


তথ্যসুত্র: অত্র বিদ্যালয়ের প্রচারপত্র।

                                                                 

আপনার মতামত দিন