নড়িয়া উপজেলা পরিচিতি

উপজেলার পটভূমিঃ অত্র এলাকার সবচেয়ে বড় মৌজা নড়িয়া কে ১৯৩০ সালে নড়িয়া থানায় রুপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে ১৫ টি ইউনিয়ন নিয়ে নড়িয়া উপজেলা গঠিত হয়। নড়িয়া ইউনিয়নটি নড়িয়া পৌরসভায় রুপান্তর হওয়ায় বর্তমানে নড়িয়া উপজেলটি ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে নড়িয়া উপজেলা ২১.১৪ ডিগ্রী হতে ২৩.২৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০.১৮ ডিগ্রী পূর্র্ দ্রাঘিমাংশে অবস্থিত। উপজেলার উত্তরে জাজিরা ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টুঙ্গীবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর ও ভেদরঞ্জ উপজেলা, পূর্বে ভেদরগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে জাজিরা উপজেলা অবস্থিত।

নামকরণঃ নড়িয়া উপজেলার নামকরণ সম্পর্কে কোন সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি । নদী বিধৌত এলাকা বলে প্রতিবছর এর আয়তন স্থানান্তরিত হয়ে পড়ত। অর্থাৎ এর অবস্থান নড়ে যেত বা নইরা যেত। আঞ্চলিক উচ্চারণে নইরা থেকে নইরা<নৈরা<নরিয়া<নড়িয়া নামকরণ হতে পারে বলে ধারণা করা যায়।তবে কথিত আছে নড়িয়া নামক এক বিরাট মৌজার নামানুসারেই উপজেলার নামকরণ নড়িয়া করা হয় ।

দর্শনীয় স্থানঃ 

নদনদীঃ পদ্মা নদী

হাট-বাজারঃ

  • ঘড়িষার বাজার
  • ভোজেশ্বর বাজার
  • মুলফৎগঞ্জ বাজার
  • সুরেশ্বর বাজার
  • নোয়াদ্দা বাংলা বাজার
  • সাহেবের চর ওয়াপতা বাজার
  • নড়িয়া বাজার
  • ভূমখাড়া বাজার
  • গৌরাঙ্গ বাজার
  • পন্ডিতসার বাজার
  • গোলার বাজার
  • বিজারী হাট-বাজার
  • চরআত্রা মস্সি বাজার
  • নওপাড়া হাট বাজার
  • জয়বাংলা হাটবজার
  • ডগ্রী হাটবাজার
  • মহিষ খোলা হাটবাজার
  • চন্ডিপুর বাজার
  • নশাসন হাটবাজার
  • তেলীপাড়া বাজার

তথ্যসুত্রঃ জেলা তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।

আপনার মতামত দিন