অবস্থান : শরীয়তপুর জেলার সদর থানার দক্ষিণে ধানুকা গ্রামে অবস্থিত।
চন্দ্রমনি ন্যায় থূষণ হরচন্দ্র চূড়ামনি ওমহা মহোপাধ্যায় শ্রীযুক্ত বামাচরণ ন্যায় প্রভৃতির জন্মস্থান ধানুকায়।এখানকার শ্যামমূর্তি জাগ্রত দেবতা বলে কিংবদন্তী আছে। অতীতে এখানে সংস্কৃতশিক্ষাকেন্দ্র ছিল।
“মনসা বাড়ী” তে একটি পিতলের মূতির্টি আছে। এই মূর্তিটি সম্পর্কে ও একটি কিংবদন্তি প্রচলিত আছে। কোন একদিন জেলেরা পদ্মা নদীতে মাছ ধরছিল তখন তাদের জালে এই পিতলের মূর্তিটি উঠে আসে। জেলেরা মূর্তিটি নিজেদের নিকট রাখে। রাতে জেলেরা স্বপ্নদেবী কর্তৃক স্বপ্নে আদিষ্ট হন যে এ পিতলের মূর্তিটি ধানুকার মনসা বাড়ীতে রাখতে হবে। সেই কথা অনুযায়ী ধানুকার মনসা বাড়ীতে অদ্যাবধি পিতলের মুর্তিটি আছে।
ধানুকার মনসা বাড়ী শরীয়তপুর জেলার পুরাকীর্তি ও দর্শনীয় স্থান।
————————–
সুত্রঃ জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল’ ক্লাব ও শরীয়তপুর পোর্টাল কর্তৃক সম্পাদিত
আপনার মতামত দিন