গোসাইরহাট উপজেলা পরিচিতি

প্রেক্ষাপটঃ  শরীয়তপুর জেলার সর্বদক্ষিণে গোসাইরহাট উপজেলা অবস্থিত। তৎকালে ৭টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয়েছিল এ গোসাইরহাট উপজেলা। বর্তমানে ৮টি ইউনিয়ন এ গোসাইরহাট উপজেলার অন্তর্ভুক্ত। এ উপজেলার উত্তরে ডামুডা ও ভেদরগঞ্জ উপজেলা, দক্ষিণে বরিশালের হিজলা-মুলাদী উপজেলা, পূর্বে চাঁদপুরের হাইমচর এবং পশ্চিমে মাদারীপুরের কালকিনি উপজেলা।

নামকরণঃ বাংলার শেষ নবাব সিরাজ উদ্দৌলার পতন মুহূর্তে যখন ইংরেজদের আগমন প্রায় নিশ্চিত কথিত আছে যে, তখন বর্তমান গোসাইরহাট থানার মূলগাঁও গ্রামটির নিকট ব্রহ্মনন্দ গিরি নামে এক সাধু বাস করতেন। লোকে তাকে ‘গোসাই’ নামে ডাকতেন। স্নানীয় অনেকের ধারণা এ গোসাই হতেই গোসাইরহাট নামকরণ করা হয়েছ।

দর্শনীয় স্থানঃ  ইদিলপুর খানকায় কাদরিয়া শরীফ,     হাটুড়িয়া জমিদার বাড়ী,    কোদালপুর দরবার শরীফ।

হাট-বাজারের-তালিকা

  • দাসের জঙ্গল গো-হাট বাজার
  • দাসের জঙ্গল তোহা-বাজার
  • ধীপুর নয়া বাজার
  • ইদিলপুর নতুন বাজার
  • হাটুরিয়া তোহা বাজার
  • নাগেরপাড়া তোহা হাট
  • সামন্তসার বাংলাবাজার হাট

তথ্যসুত্রঃ জেলা তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।

আপনার মতামত দিন