শরীয়তপুর সাহিত্য সংসদ ৩য় বর্ষপুতি সময়সুচী ও নোটিশ
৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারী ২০২৫। প্রতিযোগীতার জন্য কবিতা অথবা গল্প পাঠাতে হবে ২৫-০১-২০২৫ইং তারিখের মধ্যে
গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে শরীয়তপুর সাহিত্য সংসদের এক টেবিল বৈঠকের অনুষ্ঠিত হয় ১১১নং পল্টন অনার্য পাবলিশার্স এর অফিসে। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক সুপান্থ মিজান এর সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকের কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতেই সুপান্থ মিজান আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে শুভেচ্ছা বক্তব্য দেন।
বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নাজমুল আহসান, সহ-সভাপতি সফিক রহমান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক শিকদার, নির্বাহী সদস্য স্বপন মাঝি ও সহ-অর্থ সম্পাদক আরিফ হোসনে।ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন দপ্তর সম্পাদক কবি কে এম ওসমান গণি, যুগ্নসাধারণ সম্পাদক কবি খান নজরুল ইসলাম। সভায় ৪টি বিষয় নিয়ে আলোচনা হয় শরীয়তপুর সাহিত্য সংসদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সম্মেলন সাময়িকী প্রকাশ, শরীয়তপুর সাহিত্য পদক প্রদান ও শরীয়তপুরস্থ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে। আলোচনা শেষে সম্মেলন প্রক্রিয়া সঠিক ও যথাযথ বাস্তবায়ন করার নিমিত্তে সৈয়দ নাজমুল আহসানকে আহ্ বায়ক ও সুপান্থ মিজানকে সদস্য সচিব করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি,মোঃ মজিবর রহমানকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক শিকদারকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট গঠণতন্ত্র প্রনয়ণ উপ-কমিটি ও সফিক রহমানকে আহবায়ক ও সৈয়দ নাজমুল আহসানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি নামক তিনটি কমিটি গঠন করা হয়। ২২-০২-২০২৫ ইং অনুষ্ঠানের তারিখ নির্ধারণ হয়।
নির্বাহী কমিটি গঠনের জন্য সার্চ_কমিটি:
আহ্বায়কঃ সৈয়দ নাজমুল আহসান
সদস্য সচিবঃ সুপান্থ মিজান
সদস্যঃ মোঃ মজিবর রহমান, সফিক রহমান, মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাক শিকদার, মোঃ নাসিম জিন্নাহ বালা, স্বপন মাঝি ও সুলতান মাহমুদ সজীব
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি কমিটি
আহবায়ক: সফিক রহমান
সদস্য সচিব: সৈয়দ নাজমুল আহসান
সদস্য: সুপান্থ মিজান, আব্দুর রাজ্জাক শিকদার, নজরুল ইসলাম শান্তু, খাদিজা বেগম কান্তা, খান নজরুল ইসলাম, দেবব্রত পাল জুয়েল, সুলতান মাহমুদ সজীব, সুদর্শন বাছার, ইয়াসিন আযীয, হোসাইন মুহাঃ দেলোয়ার, ইব্রাহিম খলিল, স্বপন মাঝি, পি.এম.ওয়ালিদ, নাজমুল হক, ফয়সাল আহমেদ, হোসাইন মুহাম্মদ আরিফ
কে.এম.ওসমান গনি, ফিরোজ ভুইয়া, মহসিন আলী, কাজি আশরাফুল ইসলাম ফ্রান্সী, আব্দুল করিম বেপারি, নাজিমউদ্দীন তালুকদার, মুন্না হাসান, সোহাগ সরকার, রূদ্র রহমান, জান্নাতুল ফেরদৌস মুক্তা, Injihan Udoy Nirob, মোঃ জাহিদুর ইসলাম, মোঃ জাহাঙ্গীর কবির, বি এম বাতেন সিদ্দিকী, আব্দুল হালিম ইবনে জালাল, টোটন চন্দ্র দাস, মোঃ বিল্লাল হোসেন ইমন
আহবায়কঃ মোঃ মজিবর রহমান
সদস্য সচিবঃ আব্দুর রাজ্জাক শিকদার
সদস্যঃ সৈয়দ নাজমুল আহসান, সফিক রহমান, সুপান্থ মিজান, সুলতান মাহমুদ সজীব, দেবব্রত পাল জুয়েল
কবিতা ও গল্প লেখার প্রতিযোগিতা
শরীয়তপুরের সাহিত্য চর্চার অগ্রগতি ও সুসাহিত্যিক সৃষ্টি করার লক্ষ্যে শরীয়তপুর সাহিত্য সংসদ এর পক্ষ থেকে কবিতা ও গল্প লেখায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারী: শরীয়তপুরস্থ মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী।
কবিতা পাঠানো: ২৫-০১-২০২৫ইং তারিখের মধ্যে কবিতা বা গল্প লিখে পাঠাতে হবে skskshariatpur@gmail.com ইমেইলে। ইমেইলের সাবজেক্টে “প্রতিযোগিতার জন্য কবিতা/ গল্প” লিখে দিতে হবে।
আরো লিখতে হবে:
১. কবিতা/ গল্পের শিরোনাম;
২.কবি/ গল্পকারের নাম;
৩. স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম
৪.স্থায়ী ঠিকানা
৫.ফোন নাম্বার
পুরষ্কার :
- উভয় শাখায় বিজয়ী প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে অর্থ সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেট।
- বিজয়ীদের উত্তরীয় প্রদান
- অংশগ্রহণকারী বিশ জনের কবিতা/গল্প ঢেউ পত্রিকায় প্রকাশিত হবে।
- এ ছাড়াও সকল অংশগ্রহণকারীর জন্য রয়েছে শুভেচ্ছা পুরষ্কার।
আপনার মতামত দিন