শরীয়তপুর ম্যাথ সার্কেল
মধুপুর, কার্তিকপুর, শরীয়তপুর।

প্রেক্ষাপট: শরীয়তপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে পরিলক্ষিত হয় মূলত গণিতের প্রতি ভীতি এবং দুর্বোধ্য মনে হওয়ার কারনে পরবর্তী সময়ে বিজ্ঞানের বিষয়গুলোতে পড়াশোনার ব্যাপারে তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাই গণিত কে সহজভাবে সবার কাছে তুলে ধরে গণিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য কতগুলো কার্যক্রম নিয়ে ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে।

সংগঠনের স্লোগানঃ নেই কোন সংশয়, গণিত করবো জয়। গণিতের ভাষাতে রাখবো, শরীয়তপুরের পরিচয়।

 
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
সংগঠনের উদ্দেশ্যঃ শরীয়তপুর ম্যাথ সার্কেল এর মূল উদ্দেশ্য মূলত বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। শরীয়তপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে পরিলক্ষিত হয় মূলত গণিতের প্রতি ভীতি এবং দুর্বোধ্য মনে হওয়ার কারনে পরবর্তী সময়ে বিজ্ঞানের বিষয়গুলোতে পড়াশোনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তাই গণিত কে সহজভাবে সবার কাছে তুলে ধরে গণিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য কতগুলো কার্যক্রম নিয়ে ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে। শরীয়তপুরের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তিনটি লক্ষ্য কে সামনে রেখে কাজ করে যাচ্ছে ক্লাবটি।

প্রথমত লক্ষ্য হলো শরীয়তপুরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ম্যাথ প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করা। ফিল্ড ওয়ার্কে এটা পরিলক্ষিত হয় অধিকাংশ শিক্ষার্থীদের ম্যাথ কিংবা অন্য কোনো অলিম্পিয়াড সম্পর্কে তেমন কোন ধারণাই নেই যার ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা থাকা সত্যেও তারা কোন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে না। তাই সংগঠনটির প্রথম উদ্দেশ্য অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং বহুল প্রচারের মাধ্যমে সবার মধ্যে অলিম্পিয়াডের আগ্রহের সৃষ্টি করা।
দ্বিতীয় লক্ষ্য হলো জাতীয় এবং আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে অংশগ্রহণে প্রস্তুতির জন্য তথ্য এবং রিসোর্স দিয়ে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় ম্যাথ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সহযোগিতা করা।
তৃতীয়তঃ আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন শেষে অলিম্পিয়াডের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে জাতীয় ম্যাথ অলিম্পিয়াডের অনুকরণে একটি প্রতিযোগিতার আয়োজন করা এবং যথাসম্ভব মূল্যায়ন করা।

সংগঠনের বর্তমান কার্যক্রম :
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর বর্তমান কার্যক্রমঃ শরীয়তপুর ম্যাথ সার্কেল ২০২১ সাল থেকে জেলাব্যাপী কয়েকটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে অনলাইনে ম্যাথ ক্যাম্প সম্পন্ন করে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে প্রথম প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয় এবং এতে শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
২০২২ সাল থেকে ক্লাবটি বড় পরিসরে জেলাব্যাপী কার্যক্রম শুরু করে, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় শরীয়তপুরের সবগুলো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্যাম্পেইন এবং ম্যাথ ক্যাম্প পরিচালিত হয় এবং ১০০০ জন প্রতিযোগী নিয়ে ১৭ অক্টোবর ২০২২, ২য় শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
 
সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর মূল উদ্দেশ্য কে বাস্তবায়নের জন্য প্রথম লক্ষ্য শতভাগ শিক্ষার্থীদের অলিম্পিয়াড সম্পর্কে সাধারন ধারণা প্রদান এবং আগ্রহী করে তুলতে ব্যাপক ভাবে ক্যাম্পইন করা এবং পর্যাপ্ত ম্যাথ ক্যাম্পের আয়োজন করা।
প্রতিটি প্রতিষ্ঠান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে শরীয়তপুর কে সমুন্নত করাই ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা।
 
শরীয়তপুর জেলাবাসীদের জন্য সংগঠনের বিশেষ কার্যক্রম:
আমাদের সংগঠনের প্রথম উদ্দ্যেশ্য শরীয়তপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা।
 
সংগঠনের সাথে যোগাযোগ তথ্য
+8801926841150
 
  •  
 
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর উদ্যোক্তা পরিচিতি
 
পারিবারিক: শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা ডি এম জাহিদুল ইসলাম, পিতাঃ মোহাম্মদ হোসেন দেওয়ান, মাতাঃ হাসিনা বেগম,  গ্রামঃ চরমহিষখালী মৃধা কান্দি, সখিপুর,  শরীয়তপুর।  
 
শিক্ষা প্রতিষ্ঠানঃ জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বি এস সি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং , 
উচ্চমাধ্যমিকঃ নর্দান কলেজ বাংলাদেশ 
মাধ্যমিকঃ চর ভয়রা উচ্চ বিদ্যালয় 
 
বর্তমান পেশাঃ ডাটা এনালাইষ্ট
 
উপদেষ্টা কমিটিঃ
প্রধান উপদেষ্টাঃ
অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম, 
উপাচার্য,  জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 
 
উপদেষ্টাঃ  হযরত আলী,  সহকারী অধ্যাপক, ফলিত গনিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 
 
উপদেষ্টাঃ অহেদুজ্জামান,  সহকারী অধ্যাপক (গণিত), চেয়ারম্যান,  সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 
উপদেষ্টাঃ সনেট কুমার সাহা , সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান), চেয়ারম্যান,  ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 
উপদেষ্টাঃ মুহাম্মাদ আফসার উদ্দিন ,  সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান,  কম্পিউটার সাইন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 
উপদেষ্টাঃ মোতালেব মিয়া, সহকারী অধ্যাপক, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ 
 
 
বর্তমান কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৩): 
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর বর্তমান কার্যকরী পরিষদ এর সদস্যবৃন্দঃ
 
১। সভাপতিঃ ডি এম জাহিদুল ইসলাম 
২। সাধারন সম্পাদকঃ আব্দুল্লাহ সাগর
৩। যুগ্ম-সাধারণ সম্পাদকঃ ফাইজুর রহমান মানিক
৪। কোষাধ্যক্ষঃ মনকার আবেদিন মমো
৫। সহকারী- কোষাধ্যক্ষঃ সাইফুল ইসলাম 
৬। সাংগঠনিক সম্পাদকঃ
১। সবুজ আহমেদ 
২। ফাওজিয়া কবির লাবন্য 
৭। মানবসম্পদ ব্যবস্থপনা সম্পাদকঃ আলামিন আকন্দ 
৮। গবেষণা ও উদ্ভাবন সম্পাদকঃ রিদওয়ান
৯। সৃজনশীল প্রক্রিয়া উন্নয়ন সম্পাদকঃ মোঃ আব্বাস উদ্দিন 
১০। গণমাধ্যাম ও সাংবাদিকতা সম্পাদকঃ
১। মোঃ লিমন আহমেদ
২। তাউসিফুর রহমান মনির
১১। প্রচার সম্পাদকঃ লাকী আক্তার 
১২। সহকারী-প্রচার সম্পাদকঃ
 
১। বোরহান উদ্দিন 
২। অরিন্দম সিং অভি
৩। হানিফ বেপারি
৪। রাকিব খান
৫। কাকলি আক্তার
১৩। ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ 
১। ইশরাত মিম
২। মাইমুন মেহেনুর
৩। সুরমা খলিফা
৪। রাফা হাওলাদার 
৫। কানিজ ফাতেমা কনিকা
 
১৪। যোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ ইমতিয়াজ 
১৫। পরিবহন ব্যবস্থাপনা সম্পাদকঃ সম্রাট মিয়া 
১৬। অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদকঃ ফারদিন শাকিল
১৭।  কার্যনির্বাহী সদস্যঃ
১। মোশাররফ হোসেন রিগান
২। রাকিব হোসাইন 
৩। নিরব 
৪। মশিউর রহমান 
৫। শরীফ সারোয়ার
সংবাদপত্রে শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াড:

তথ্য সুত্র: শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা ডি এম জাহিদুল ইসলাম,

 

আপনার মতামত দিন