প্রেক্ষাপট: শরীয়তপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে পরিলক্ষিত হয় মূলত গণিতের প্রতি ভীতি এবং দুর্বোধ্য মনে হওয়ার কারনে পরবর্তী সময়ে বিজ্ঞানের বিষয়গুলোতে পড়াশোনার ব্যাপারে তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাই গণিত কে সহজভাবে সবার কাছে তুলে ধরে গণিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য কতগুলো কার্যক্রম নিয়ে ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে।
সংগঠনের স্লোগানঃ নেই কোন সংশয়, গণিত করবো জয়। গণিতের ভাষাতে রাখবো, শরীয়তপুরের পরিচয়।
সংগঠনের উদ্দেশ্যঃ শরীয়তপুর ম্যাথ সার্কেল এর মূল উদ্দেশ্য মূলত বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। শরীয়তপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে পরিলক্ষিত হয় মূলত গণিতের প্রতি ভীতি এবং দুর্বোধ্য মনে হওয়ার কারনে পরবর্তী সময়ে বিজ্ঞানের বিষয়গুলোতে পড়াশোনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তাই গণিত কে সহজভাবে সবার কাছে তুলে ধরে গণিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য কতগুলো কার্যক্রম নিয়ে ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে। শরীয়তপুরের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তিনটি লক্ষ্য কে সামনে রেখে কাজ করে যাচ্ছে ক্লাবটি।
প্রথমত লক্ষ্য হলো শরীয়তপুরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ম্যাথ প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করা। ফিল্ড ওয়ার্কে এটা পরিলক্ষিত হয় অধিকাংশ শিক্ষার্থীদের ম্যাথ কিংবা অন্য কোনো অলিম্পিয়াড সম্পর্কে তেমন কোন ধারণাই নেই যার ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা থাকা সত্যেও তারা কোন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে না। তাই সংগঠনটির প্রথম উদ্দেশ্য অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং বহুল প্রচারের মাধ্যমে সবার মধ্যে অলিম্পিয়াডের আগ্রহের সৃষ্টি করা।
দ্বিতীয় লক্ষ্য হলো জাতীয় এবং আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে অংশগ্রহণে প্রস্তুতির জন্য তথ্য এবং রিসোর্স দিয়ে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় ম্যাথ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সহযোগিতা করা।
তৃতীয়তঃ আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন শেষে অলিম্পিয়াডের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে জাতীয় ম্যাথ অলিম্পিয়াডের অনুকরণে একটি প্রতিযোগিতার আয়োজন করা এবং যথাসম্ভব মূল্যায়ন করা।
উচ্চমাধ্যমিকঃ নর্দান কলেজ বাংলাদেশ
অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম,
- দৈনিক বাংলা পত্রিকা
- জাগোকন্ঠ.কম
- মানবকন্ঠ.কম
- অরুনিমা.নেট
- আমাদের শরীয়তপুর.কম
- বাণিজ্য প্রতিদিন
- দৈনিক গণমুক্তি
- আইনিউজবিডি.কম
তথ্য সুত্র: শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা ডি এম জাহিদুল ইসলাম,
আপনার মতামত দিন