শরীয়তপুরের লেখক ও পাঠক সংযোগ বর্ষ
আয়োজক শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার, ভেদরগঞ্জ পৌরসভা, শরীয়তপুর।
সময়কালঃ ২১ ফেব্রুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ হতে ২১ ফেব্রুয়ারী ২০২৩।
লক্ষ্যঃ শরীয়তপুর জেলার লেখক, কবি, সাহিত্যিকদের সংগে শরীয়তপুর জেলার পাঠকদের মাঝে সেতু বন্ধন রচনার লক্ষ্যে বর্ষব্যাপী বহুমুখী উদ্যোগ গ্রহণ।
শরীয়তপুরের লেখক ও পাঠক সংযোগ বর্ষ লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রম
- বই সংগ্রহ ও পাঠকের উদ্দেশ্যে বিতরণ;
- লেখকদের জীবনী ও বই পরিচিতি সংগ্রহ সংরক্ষণ, প্রচার ও প্রসার;
- শরীয়তপুর পোর্টাল.ইনফো তে শরীয়তপুরবাসী লেখকদের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে লেখকের জীবনী অবদান ও কৃতিত্ব তোলে ধরে বিভিন্ন লেখা প্রকাশ করবে।
শরীয়তপুর লেখক-পাঠক সম্পর্কিত আরো পড়ুন
শরীয়তপুরবাসী লেখক ও প্রকাশিত বই পরিচিতি
শরীয়তপুরের গ্রন্থাগারে শরীয়তপুরবাসীদের বই
শরীয়তপুর জেলার গ্রন্থাগার পরিচিতি
শরীয়তপুরবাসী লেখক ও প্রকাশিত বইয়ের তথ্য সংগ্রহ
শরীয়তপুরের লেখক বলতে যা বুঝাবে:- শরীয়তপুর জেলায় জন্মগ্রহনকারী ব্যক্তি যার অন্তত একটি বই প্রকাশিত হয়েছে;
- শরীয়তপুর জেলায় জন্মগ্রহণকারী ব্যক্তি যার কোন একটি লেখা কোন বইয়ে ছাপানো হয়েছে;
জাতীয় বা স্থানীয় পত্রিকা, বইপত্র, ম্যাগাজিন, প্রকাশনী ও অনলাইন শপ, শরীয়তপুরবাসী লেখকদের বিভিন্ন প্লাটফর্ম হতে লেখকদের তথ্য সংগ্রহ করা হবে।
বই পরিচিতি তথ্য সংগ্রহ: সম্মানিত লেখকদের প্রদত্ত তথ্য, প্রকাশিত বইয়ের ফ্ল্যাপ, পত্রপত্রিকা, প্রকাশনী, নির্ভরযোগ্য ওয়েবসাইট ও অনলাইন শপ, শরীয়তপুর জেলার কর্মরত গ্রন্গাগার থেকে সংগৃহিত বইপত্র। বই পরিচিতি তথ্য সংগ্রহে ব্যক্তিবর্গ:শরীয়তপুরজেলাবাসী সাংবাদিক ও শিক্ষার্থীগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে “স্বেচ্ছাসেবক হিসেবে” শরীয়তপুর জেলার লেখক ও বইয়ের তথ্য আমাদের কাছে পাঠাতে পারবেন। প্রেরিত তথ্য যাচাই বাছাই করার সংরক্ষণ ও প্রচার করা হবে।
বই সংগ্রহ ও সংরক্ষণ
শরীয়তপুরের লেখক ও পাঠক সংযোগ সাধনে পুর্বশর্ত হলো শরীয়তপুর জেলাবাসী লেখক, কবি সাহিত্যিকদের প্রকাশিত বই সংগ্রহ করা এবং এসব বই শরীয়তপুরের পাঠকের কাছে পৌছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা।
বই সংগ্রহ প্রক্রিয়া:
শরীয়তপুরবাসী লেখকদের উপহার : শরীয়তপুর জেলার লেখকগণ তাদের স্বাক্ষরিত বই শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারকে উপহার দিতে পারবেন।
প্রকাশনী থেকে বই ক্রয় বা সৌজন্য কপিঃ
দেশের বিভিন্ন প্রকাশনীর সাথে যোগাযোগ করে শরীয়তপুরবাসীদের প্রকাশিত বই পত্র ক্রয় বা সৌজন্য কপি সংগ্রহের মাধ্যমে বই সংগ্রহ করা। শরীয়তপুর জেলাবাসী প্রকাশকগণ গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে।
অনলাইন শপ থেকে বই ক্রয়: অনলাইন শপ থেকে শরীয়তপুরবাসীদের বই ক্রয় করা হবে।
বই ক্রয়ের অর্থ সংস্থান
- শরীয়তপুর পোর্র্টাল গ্রন্থাগারের সদস্য, শুভাকাঙ্খী ও দাতা সদস্যদের প্রদত্ত বিশেষ চাদাঁ।
- শরীয়তপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃক প্রদত্ত বিশেষ চাঁদা।
- প্রাপ্ত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক দেয় অনুষ্ঠান।
বই সংরক্ষণ
ঘোষিত বর্ষে লেখক ও প্রকাশকদের পক্ষ থেকে প্রেরিত উপহার বা সৌজন্য কপির বই শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের “শরীয়তপুরবাসীদের বইপত্র” কর্ণারে সংরক্ষিত থাকবে।
শরীয়তপুরবাসী লেখক পরিচিতি সংগ্রহ ও সংরক্ষণ
লেখক পরিচিতি তথ্য সংগ্রহ উৎস্:
- সম্মানিত লেখকদের প্রদত্ত তথ্য
- লেখকদের ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট
- প্রকাশিত বইয়ের ফ্ল্যাপ
- পত্রপত্রিকা,
- প্রকাশনী অনলাইন শপ
- নির্ভরযোগ্য ওয়েবসাইট
- জেলায় কর্মরত বিভিন্ন গ্রন্থাগারে জেলাবাসীদের প্রকাশিত বই
লেখক পরিচিতি তথ্য সংরক্ষণ:
- লেখক পরিচিতি তথ্যের হার্ড কপি শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারে অফিসে সংরক্ষিত থাকবে।
- লেখক পরিচিতি তথ্যের সফট কপি শরীয়তপুরপোর্টাল.ইনফোতে সংরক্ষিত থাকবে।
লেখকের ডাক
শরীয়তপুরবাসী লেখকগণ শরীয়তপুর পোটাল গ্রন্থাগারকে বই পাঠালে লাইব্রেরীর ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়ে দেবে। পোস্টে লেখক এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন সহ লেখক ও বই পরিচিতি সংক্ষেপে প্রকাশ করা হবে।
লেখকের ডাক
সুলতান মাহমুদ (সোহাগ)
সমন্বয়কারী শরীয়তপুর পোর্টাল
ফোনঃ 01782301888
ইমেইল: Shariatpurportal@gmail.com
Facebook : Shariatpurportlal.info
আপনার মতামত দিন