শরীয়তপুরপোর্টাল.ইনফো কর্তৃক শরীয়তপুর জেলার সাংবাদিকদের পরিচিতি তথ্য সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ

শরীয়তপুর জেলা বিষয়ক অনলাইন তথ্য পোর্টাল  শরীয়তপুরপোর্টাল.ইনফো শরীয়তপুর জেলার সাংবাদিক, সংবাদপত্র, প্রেসক্লাব  ও সাংবাদিক সংগঠণ সমুহের পরিচিতি ও যোগাযোগ তথ্য অনলাইন পোর্টালে প্রকাশ করা উদ্যোগ নিয়েছে। ২০১২ সালের ১৪ এপ্রিল শরীয়তপুর জেলাভিত্তিক বহুমাত্রিক উদ্দেশ্যে শরীয়তপুর পোর্টাল প্রতিষ্ঠিত হয়।
শরীয়তপুর পোর্টাল ইনফো’র উদ্যোগ: শরীয়তপুর জেলার ইতিহাস-ঐতিহ্য, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী, পরিবহন-যোগাযোগ, সংগঠন, সংস্থা, কেনাকাটা ও অন্যান্য প্রতিষ্ঠান সহ শরীয়তপুর জেলার পরিচিতি ও যোগাযোগ তথ্য www.shariatpurportal.info ওয়েবপোর্টালে প্রকাশ করার মাধ্যমে অনলাইনে তুলে ধরা।
এক যুগপূর্তি উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ: শরীয়তপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীদের পরিচিতি ও যোগাযোগ তথ্য সংগ্রহ করে আমাদের ওয়েবপোর্টালে প্রকাশ করা এবং তথ্য সংশ্লিষ্টদের মাধ্যমে তথ্য যাচাই করা। ওয়েবপোর্টালে বিস্তারিত  বাটনে ক্লিক করলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে পুর্ণাঙ্গ পরিচিতি ও যোগাযোগ তথ্য দেখা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যাচাইকৃত তথ্যগুলো যাচাইকৃত লেখা থাকবে। সংগৃহীত তথ্যগুলো নিয়ে ভবিষ্যতে “মোবাইল অ্যাপ্লিকেশন” নির্মাণ ও “শরীয়তপুর ইনডেস্ক” নামে একটি বই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকগণকে নিয়ে আমাদের উদ্যোগ: শরীয়তপুর জেলার একজন সাংবাদিকের পরিচিতি ও যোগাযোগ তথ্য  ছবি, নাম, সংক্ষিপ্ত পরিচিতি (সাংবাদিকের পদবী: সম্পাদক জেলা/উপজেলা প্রতিনিধি), ঠিকানা, ফোন, ইমেইল, ফেসবুক প্রোফাইল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই সাথে শরীয়তপুর জেলার সংবাদপত্র, প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের পরিচিতি প্রকাশ করা হবে।
একজন সাংবাদিকের পরিচিতি তুলে ধরার সাধারণ শর্ত:

  • একজন সাংবাদিক যদি একাধিক মিডিয়ায় কাজ করেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। 
  • এ ওয়েবপেজে সংশ্লিষ্ট মিডিয়ার অনলাইন ঠিকানার লিংক থাকবে। এবং যদি সে মিডিয়া শরীয়তপুর জেলার সংবাদ আলাদা ক্যাটাগরীতে প্রকাশ করে তাবে তার প্রিভিউ দেখা যাবে। অর্থাৎ এ পাতা থেকেই সংশ্লিষ্ট মিডিয়ায় প্রকাশিত শরীয়তপুর জেলার সংবাদ পড়া যাবে।
  • মিডিয়ার কয়েকটি ক্যাটাগরী থাকবে যেমন প্রিন্ট পত্রিকা, অনলাইন পত্রিকা, টেলিভিশন, শরীয়তপুর জেলার পত্রিকা ।
  • কোন সাংবাদিকের অনুমতি ছাড়া তার কোন তথ্য অনলাইলে প্রকাশ করা হবেনা।
  • কেউ যদি মিডিয়া পরিবর্তন কর সে আমাদের জানালে আমাদের সাথে আমার তার তথ্য হালনাগাদ করে দেবো।

যে সকল প্রমানপত্রের ভিত্তিতে একজন সাংবাদিকের পরিচিতি প্রকাশ করা হবে: যদি কোন একজন সাংবাদিক তার পাসপোর্ট সাইজ ছবি, তার মিডিয়ার পরিচয়পত্রের কপি আমাদের ইমেইলে প্রেরণ করেন তার ভিত্তিতে একজন সাংবাদিকের প্রোফাইল আমাদের ওয়েবপোর্টালে প্রকাশ করা হবে।

একজন সাংবাদিকের যে সব তথ্য প্রকাশ করা হবে:  ছবি, নাম, সংক্ষিপ্ত পরিচিতি (সাংবাদিকের পদবী: সম্পাদক জেলা / উপজেলা প্রতিনিধি), ঠিকানা, ফোন, ইমেইল, ফেসবুক। আমাদের ওয়েবপেজ থেকে একজন সাংবাদিকের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। 

একজন সাংবাদিক শরীয়তপুর পোর্টালকে যেভাবে সহায়তা করতে পারেন: শরীয়তপুর জেলার পরিচিতি ও যোগাযোগ তথ্য সম্পাদনের মাধ্যমে একজন সাংবাদিক আমাদের সহযোগীতা করতে পারেন। শরীয়তপুর জেলার স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী, পরিবহন-যোগাযোগ, সংগঠন, সংস্থা, কেনাকাটা ও অন্যান্য প্রতিষ্ঠান এর পরিচিতি ও যোগাযোগ তথ্য সম্পাদন করে শরীয়তপুরপোর্টাল.ইনফোতে প্রকাশ করতে সহযোগীতা করতে পারেন।
আপনি চাইলে আমাদের কে শরীয়তপুর বিষয়ক তথ্য সম্পাদনার কাজে সহযোগীতা করতে পারেন। আপনার সম্পাদিত তথ্য আমাদের ওয়েবপোর্টালকে তথ্য সমৃদ্ধ করবে সেই সাথে আপনাদের সম্পাদিত কর্মগুলো আপনাকে শরীয়তপুরের জন্য নিদর্শন হয়ে থাকবে।

শরীয়তপুরপোর্টাল.ইনফো তে সাংবাদিকদের তথ্য প্রকাশ বিষয়ে আপনার সহযোগীতা, মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। 



শরীয়তপুরপোর্টাল.ইনফো, www.shariatpurportal.info
অস্থায়ী কার্যালয়: এসপি কম্পিউটার, ০২ নং ওয়ার্ড (থানা ব্রিজ সংলগ্ন), ভেদরগঞ্জ পৌরসভা, জেলাঃ শরীয়তপুর।
হোয়াটসঅ্যাপ  01782301888

আপনার মতামত দিন