সাধারণ পরিচিতিঃ

সংস্থার ধরণঃ বেসরকারী (স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান)
সংস্থার প্রতিষ্ঠাকালঃ ০১ জুলাই, ২০০০ খ্রিঃ
ঠিকানা: প্রধান কার্যালয় ঃ সেবা টাওয়ার, পোঃ ভেদরগঞ্জ, উপজেলা ঃ ভেদরগঞ্জ, জেলাঃ শর্রীয়তপুর।
আইনগত সত্তাঃ
নিবন্ধনকারী প্রতিষ্ঠানঃ (ক) জেলা সমাজসেবা অধিদপ্তর, শরীয়তপুর।
তারিখঃ ২৯মার্চ,২০০১ইং নিবন্ধন নংঃ শরী/১৯৩/০১
নিবন্ধনকারী প্রতিষ্ঠানঃ (খ) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, ঢাকা।
তারিখঃ ০১ জানুয়ারী,২০০৮ইং সনদ নং ০১৯১০-০০২৫০-০০০৮৮
সেবা’র লক্ষ্যঃ
দরিদ্র জনগোষ্ঠীকে একটি সরল, সুন্দর, সুনিদিষ্ট প্রক্রিয়ায় ঋণ প্রদান করে দারিদ্র নিরসন এবং আর্থিক সহায়তা দান করে সাবলম্বী করে গড়ে তোলা। দরিদ্র জনগোষ্টীকে আয়বৃদ্ধির মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে নিজস্ব পুজি/মূলধন গঠন করার দ্বারা আত্মনির্ভর করে গড়ে তোলা। এ সকল পক্রিয়ার মাধ্যমে “সেবা” কে একটি টেকসই আত্মনির্ভরশীল ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান (গঋও) হিসাবে গড়ে তোলা।
উদ্দেশ্যাবলীঃ
(ক) হত দরিদ্র জনগোষ্টীকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করণের মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা।
(খ) পুরুষ ও মহিলা উভয়কে আয় বর্ধক কর্মসূচীর আওতায় এনে স্ব-কর্মসংস্থানের সূযোগ সৃষ্টি করা।
বিশেষ করে মহিলাদের ঋণ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে পরিবারের বাড়তি আয় সৃষ্টি করার
ব্যবস্থা করা।
(গ) বর্ধিত আয় থেকে সঞ্চয় সৃষ্টির মাধ্যমে নিজস্ব পুজি সৃষ্টি করে দরিদ্র শ্্েরনীর লোকদের স্বাবলম্বী করে
গড়ে তোলার জন্য সহায়তা করা।
(ঘ) মহাজনী শোষণ ব্যবস্থা, চড়াসুদে টাকা লগ্নী, ফসল অগ্রিম বিক্রয় এবং বন্ধক প্রথা ইত্যাদি রাহুগ্রাস
থেকে গরীব মানুষকে মুক্ত করা।
(ঙ) ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহন করা থেকে অসহায়দের বিরত রাখা এব ং কর্মসংস্থানের মাধ্যমে আয়
বৃদ্ধি মূলক কর্মকান্ডে জড়িত হওয়ার জন্য সহায়তা করা।
(চ) দারিদ্র জনগণের সন্তানদের কে প্রাতিষ্ঠানিক /কারিগরি শিক্ষা গ্রহনের সূযোগ সৃষ্টি করা।
(ছ) কু-সংস্কার হইতে বেরিয়ে এসে স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া এবং পরিবারকে সুস্থ, সুন্দর করে গড়ে
তোলার সহায়তা করা।
কর্ম এলাকাঃ
কর্ম এলাকাঃ শরীয়তপুর জেলা।
জেলাঃ ০১
থানা/উপজেলাঃ ৫টি
ইউনিয়ন/পৌরসভাঃ ৪৪টি।
গ্রাম/ওয়ার্ড শাখাঃ ২৩৮ টি।
সেবা’র ব্রাঞ্চঃ ৫টি।
সোশাল আর্ন ব্যাংকিং এ্যাডভান্সমেন্ট (সেবা)
শরীয়তপুর জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা /ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান)
রেজিষ্ট্রেশন বিষয়ক তথ্য | এমআরএ০৩০৭৪-০৪৬১৬-০০০৮৮
রেজিঃ নং শরী-১৯৩/০১ |
ঠিকানা ও যোগাযোগঃ
ভেদরগঞ্জ সদর, জেলাঃ শরীয়তপুর, মোবাইল : 01718225259
আপনার মতামত দিন