Majeda Specialized Hospital For Diabetes and Child Care
স্বাধীনতা সড়ক, নড়িয়া, শরিয়তপুর। (জাতীয় বীর কর্ণেল (অব:) শওকত আলীর বাড়ির সংলগ্ন) 01407276906, 014069503717
ফিজিওথেরাপি সেবা:
অর্থোপেডিক ফিজিওথেরাপি:
- ঘাড়ে ব্যথা, • স্পোর্টস ইনজুরি• কাঁধে ব্যথা • মাংসপেশিতে ব্যথা • আঘাতজনিত ব্যথা • আর্থ্রাইটিস • কোমরে ব্যথা অস্টিওপোরোসিস• হাঁটুতে ব্যথা • পায়ের গোড়ালিতে ব্যথা• কনুইতে ব্যথা • অপারেশন পরবর্তী পুনর্বাসন।
শিশু ফিজিওথেরাপি:
- শিশু প্রতিবন্ধিত্ব (সেরিব্রাল পালসি) • শিশুদের বসা দাড়ানো বা হাটা চলা সমস্যা• কথা বলতে না পারা, মুখ দিয়ে লালা পড়া ইত্যাদি।
- জন্মগত পা বাকা (মগুর পা)• ডাউন সিনড্রোম • অটিজম • ডিএমডি।
অন্যান্য ফিজিওথেরাপি:
- বক্ষব্যধি সংক্রান্ত ফিজিওথেরাপি • প্রতিবন্ধতা ও বিকলঙ্গতা • রেসপিরেটরি ফিজিওথেরাপি।
স্পোর্টস ফিজিওথেরাপি
- লিগামেন্ট ইনজুরি • ইনজুরি পরবর্তী পুনর্বাসন • মাংশপেশির টানজনিত চিকিৎসা।
গর্ভবতী মহিলাদের ফিজিওথেরাপি
- গর্ভাবস্থায় বিভিন্ন ব্যয়াম • প্রসব পরবর্তী ব্যয়াম • প্রস্রাব ধরে না রাখতে পারার ব্যয়াম।
বার্ধক্যজনিত রোগে ফিজিওথেরাপি
- হাড় ক্ষয় জনিত সমস্যা ( অস্টিওপোরেসিস) • প্রস্রাব ধরে রাখতে না পারা • ভুলে যাওয়া • বাত জনিত ব্যথা।
Information from DGHE:
Organization Name | Majeda Specialized Hospital For Diabetes and Child Care |
Organization Type | Private Hospital / Clinic |
Facility Email Address | majedaspecializedhospital@gmail.com |
Facility Mobile Number | 01774117720 |
তথ্যসুত্র: হৃদয়ে শরীয়তপুর।
আপনার মতামত দিন