Update
ফাতেমা মেধা বৃত্তির লক্ষ্য ও উদ্দেশ্য:
সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা ও মেধার বিকাশে সহায়তা করা।
ফাতেমা বৃত্তির ধরন ও পুরস্কার:
• ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৬০ জনকে বৃত্তি প্রদান করা হবে।
• ফাতেমা মেধা বৃত্তি প্রাপ্ত সকলকে নগদ অর্থ, আকর্ষণীয় পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
৮০% বা তার বেশি প্রাপ্ত সকলকে ফাতেমা মেধা বৃত্তি, সনদপত্র ও পুরস্কার দেয়া হবে
• আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও বৃত্তি দেয়া হবে।
• সকল অংশগ্রহণকারীর জন্য (পরীক্ষার দিন ব্যতীত) ফ্রি ব্লাড গ্রুপ এবং ফ্রি চক্ষু পরীক্ষা করা হবে।
ফাতেমা বৃত্তি সম্পর্কিত অন্যান্য তথ্য:
শরীয়তপুর সদরে সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• জরুরি প্রয়োজনে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তিত হতে পারে।
• ফাতেমা মেধা বৃত্তি পরীক্ষার রেজাল্ট পরবর্তীতে অনুষ্ঠানের তারিখ ফাতেমা মেডিকেল সেন্টারের ফেসবুক পেইজে /fatemashariatpur
মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে।
সিলেবাস।
• বোর্ডের বই থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে।
• সাধারণ জ্ঞান প্রশ্ন ক্লাশ স্ট্যান্ডার্ড হয়েছে।
• প্রশ্নপত্রেই উত্তর প্রদান করতে হবে।
• ১০০ নাম্বারের মধ্যে পরীক্ষা হবে।
মানবণ্টন।
বাংলা ২০, ইংরেজি ২৫, গণিত-৩০, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ২৫
মানবণ্টন আবেদনপত্র সপ্তাহ ও জমাদান:।
শরীয়তপুর জেলার প্রত্যেক উপজেলায় নির্দিষ্ট ব্যক্তি ও স্থান সম্পর্কে জানতে ফোন করুন:
ফাতেমা মেডিকেল সেন্টার, সদর, শরীয়তপুর। 01964646433
ফাতেমা মেডিকেল গোলার বাজার নড়িয়া, শরীয়তপুর। 01964646445
বিবি শপিং মল, শরীয়তপুর সদর 01730362686
আয়োজনে:
ফাতেমা মেডিকেল সেন্টার
১৭৪, তুলাসার শরীয়তপুর সদর, শরীয়তপুর।
017 07 07 3567
017 07 07 3568
আপনার মতামত দিন