
পরিচিতি – বছরজুড়ে লেগে থাকা রাজ্যের অনুষ্ঠান, বিয়ে থেকে শুরু করে জন্মদিন ও ব্যাংকের সেমিনার থেকে শুরু করে কলেজের র্যাগ ডে পর্যন্ত তাছাড়া তো ভার্সিটির এটা ওটা ফেয়ার লেগেই আছে কিন্তু আমরা অনেকেরই অনুষ্টান এর কথা ভাবলেই আনন্দ টা হারিয়ে যায় যে কিভাবে সব ম্যানেজ করবো, খাবার,আলোকসজ্জা,সাউন্ড,ট্রান্সপোর্ট, কেটরিং, ফটোগ্রাফার,সিনেমাটোগ্রাফি কিভাবে এতো কিছু ম্যানেজ করবো???
আপনার সেই সব ভয়ভীতির সমাধান এক জায়াগায় আমরা আছি আপনার পাশে, আপনার আনন্দ টা আপনার রেখে সম্পূর্ন প্রোফেশনাল ভাবে আপনার অনুষ্ঠান শুরু থেকে শেষ করা যখন আমাদের দায়িত্ব হবে তখন আপনার দায়িত্ব হবে শুধু আনন্দ করা। তাছাড়া মেডিয়া কনটেন্ট ও ডিজিটাল এড এ আমাদের সেক্টর রয়েছে।
আনুষ্ঠানিক কার্যক্রম- (২০-১১-২০১৯) রোজ বুধবার শরীয়তপুর এই প্রথম পূর্নাঙ্গ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির শুভ কার্যক্রম শুরু হয়। অফিসের উদ্ভোধন করেন প্রধান অতিথি জনাব আব্দুর রব খান(চেয়ারম্যান ঘড়িসার ইউপি) ও বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক মাল(সভাপতি ঘড়িসার বাজার বনিক সমিতি আরো উপস্থিত ছিলো জনাব আকবার হাওলাদার সহ ,ব্যাবসায় প্রশাসনের সম্মানিত চেয়ারম্যান ও প্রভাষক মহাদ্বয়গণ(জেইড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) উক্ত বাজারের সম্মানিত অতিথিবৃন্দ।
শ্লোগান, আপনাদের দায়িত্বগুলো আমাদের করে সুষ্টভাবে পরিচালনা করাই এই ফার্মের মূল লক্ষ্য।
কর্মচারী ও কর্মকর্তা- বর্তমানে CEO. সবুজ ধর ছাড়াও আরো ৪ জন অফিস স্টাফ আছেন এবং ইভেন্ট চলাকালিন স্বল্প মেয়াদে কর্মী নিয়োগ হয় পার্ট টাইম সেখানে শিক্ষার্থীর জন্য ও সুযোগ রয়েছে।
শরীয়তপুর এর যেকোনো জায়গায় ইভেন্ট পরিচালনা করে থাকি, অফিসে এসে যোগাযোগ করে বেছে নিয়ে নিজের প্যাকেজ নিজেই তৈরি করার সুযোগ রয়েছে।
কেনো আপনাদের পাশে আমরাঃ








_________________________________বাসী- আমাদের জেলায় অধিকাংশ এলাকার মানুষই অন্যদেশ এ কাজ করে অনেক কষ্টে অর্জিত টাকা দিয়ে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেন, কিন্তু যথেস্ট টাকা খরচ করার পর ও সাজানো, গুছানো, পরিপাটি হয় না খরচ এর তুলনায়, আমরা আপনার কষ্টের প্রতিটা পয়সার মূল্য দিয়ে আপনার অনুষ্ঠানের প্রানের সঞ্চার ও আপনার মতের সাথে মিলেই আমাদের প্লানিং এ হয়ে উঠবে প্রানবন্ত আপনার অনুষ্ঠান ।


যোগাযোগ –
E-Mail- Yourdreamhost@gmail.com
যোগাযোগ -01772322251, 01879211015
হেড অফিস- জি এইম মার্কেট তয় তলা ব্লক১,
সদর রোড ঘড়িসার(কৃষি ব্যাংকের বিপরীত পাশে),
নড়িয়া, শরীয়তপুর।
ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন
আপনার মতামত দিন