আব্দুর রাজ্জাক জুনিয়র স্কুল
দক্ষিণ চাকধ, নড়িয়া, শরিয়তপুর।

মাল্টিমিডিয়া ক্লাশ রুম
আব্দুর রাজ্জাক জুনিয়র স্কুল
শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সহঅবস্থান
আব্দুর রাজ্জাক জুনিয়র স্কুল
ইনডোর আউটডোর প্লে-গ্রাউন্ড
আব্দুর রাজ্জাক জুনিয়র স্কুল
অভিজ্ঞ আলেমদের মাধ্যমে ধর্মীয় শিক্ষাদান
আব্দুর রাজ্জাক জুনিয়র স্কুল
দক্ষ, অভিজ্ঞ যোগ্য শিক্ষক - শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা।
আব্দুর রাজ্জাক জুনিয়র স্কুল
Previous slide
Next slide

ভর্তি তথ্য:

 ১ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।

প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত

প্রতিষ্ঠাকাল: ০১ ডিসেম্বর ২০২২

স্লোগান: আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

নীতি ও দর্শন:
Learn = শিখা
Grow = উঠা/হওয়া
Excel = শ্রেষ্ঠতর হওয়
Together = একসাথে
শেখার মাধ্যমে বড় হয়ে শ্রেষ্ঠতর অবস্থানে একসাথে যাওয়া।

দর্শন:  সু-শিক্ষা ধর্মীয় মুল্যবোধ ও নৈতিকতা স্কুলটির দর্শন।

লক্ষ্য উদ্দেশ্য:  নড়িয়ার এলাকার কোমলমতি ছেলেমেয়েদের পড়ালেখার উদ্দেশ্যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে।

স্কুল প্রতিষ্ঠার ইতিহাস

২০১৮ সালে মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নিজস্ব ভিটিতে একটি বড় হাসপাতাল গড়ার লক্ষ্যে আব্দুর রাজ্জাক সাহেব দুই লক্ষ পিস ইট ক্রয় করে তার ভিটিতে রেখেছিলেন কিন্তু পদ্মার ভাঙ্গনের  ফলে ভিটিগুলো বিলীন হয়ে যায়। তারপর ঐ ইটগুলো গৌরাঙ্গ বাজারের পাশে এনে রাখা হয়। এরপর প্রায় ১ বিঘা জায়গায় ৭৫০০ স্কয়ার ফিটের একটি বিল্ডিং তৈরী করা অবস্থায় ২০২০ সালে ৬ জুন আব্দুর রাজ্জাক সাহেব মৃত্যু বরণ করেন। আব্দুর রাজ্জাকের দুই ছেলে মো: রুমান হোসেন ও রাজিব হোসেন বাবার অসম্পুর্ণ কাজ শেষ করে বাবার নামে স্কুল প্রতিষ্ঠা করে। 

মো: রোমান হোসেন দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান  পদে এবং মো: রাজিব দায়িত্ব পালন করছেন পরিচালক পদে।  

 শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:

১। প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম কিন্ডারগার্টেন স্কুল।
২। শিক্ষার উন্নত মান বজায় রাখার জন্য প্রতি শ্রেণিতে সীমিত আসন ব্যবস্থা ।
৩। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্লাসরুম এবং নিজস্ব স্কুল ক্যাম্পাস।
৪। বাধ্যতামূলক ইংরেজী ও ধর্মীয় শিক্ষা, হাতের লেখার প্রতি অধিক গুরুত্ব প্রদান ।
৫। অভিজ্ঞ আলেমের মাধ্যমে সহীহ ভাবে কোরআন ও নামাজ শিক্ষার ব্যবস্থা এবং হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা।
৬। দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক/শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনার ব্যবস্থা।
৭। খেলাধুলা, আনন্দ-বিনোদন, সৃজনশীল, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পাঠদান
৮। ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে।
৯। প্রতিটি ক্লাসরুম সিসি ক্যামেরার আওতাভুক্ত।
১০। ঢাকার স্বনামধন্য কিন্ডারগার্টেনের আদলে ও সিলেবাসের অনুকরণে পরিচালিত।
১১। মাল্টিমিডিয়া ক্লাস রুম। 
১২।  বাধ্যতামুলক ইংরেজি, ধর্মীয় শিক্ষা।
১৩। সুন্দর হাতের লেখার প্রতি অধিক গুরুত্ব প্রদান ।

২০২৩ সালে প্লে গ্রুপ ও নার্সারিতে প্রায় ৪০ জন ছাত্র ছা্ত্রী ও ৫ জন শিক্ষক নিয়ে আব্দুর রাজ্জাক জনিয়র স্কুল যাত্রা শুরু করে। খেলাধুলা, আনন্দ, বিনোদন, সৃজনশীল ও আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে পাঠদান এর মাধ্যমে স্কুলটি অনেক সুনাম কুড়িয়েছে। 

 

পরিচালনায়: 

মোঃ রাজিব হোসেন

বি.বি.এ, এম.বি.এ, (নর্থ সাউথ ইউনিভার্সিটি)
(ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী)

প্রতিষ্ঠাতার চলমান উদ্যোগ:

১. আব্দুর রাজ্জাক হেলথকেয়ার সার্ভিস
২.  খুরসেদা বেগম মহিলা মাদ্রাসা।
৩। আব্দুর রাজ্জাক লিল্লাহ বোর্ডিং ও এতিম খানা।

আপনার মতামত দিন