Home / ইতিহাসের এই দিনে / ২১ মার্চ ইতিহাসের এই দিনে

২১ মার্চ ইতিহাসের এই দিনে

২১ মার্চ ইতিহাসের এই দিনে ঘটনাবলি:
১১৮৮ – জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
১৪১৩ – পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬১০ – রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
১৭৯১ – ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
১৮০১ – আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে ।
১৮২৯ – স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।
১৮৩৬ – কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
১৮৫৭ – টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯১৭ – বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
১৯১৯ – সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৪৮ – রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তাঁর উক্তির প্রতিবাদ জানায়।
১৯৬৫ – মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
১৯৭৪ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।
১৯৭৫ – ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
১৯৭৭ – পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
১৯৮৫ – বাংলাদেশে গণভোট হয়।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।
২০০২ – বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।
২০০৬ – টুইটার প্রতিষ্ঠিত হয় ৷

২১ মার্চ যাদের জন্ম:

১৬০৯ – দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।
১৬৮৫ – জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।
১৭৬৮ – জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
১৮৮৪ – জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ।
১৮৮৭ – মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৯১৬ – ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।
১৯৪৯ – শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক।
১৯৫৫ – বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার।
১৯৬১ – লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়
১৯৭৮ – রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।

২১ মার্চ যাদের মৃত্যু:

১৬৭৬ – হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
২০০৩ – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।

২১ মার্চের দিবস:

২১ মার্চ: বিশ্ব কবিতা দিবস ৷
আজ বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল- বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল- ‘এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতিদান করবে।

বিশ্ব বন দিবস:
বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে ২০১২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে ২১ মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বিশ্ব পুতুলনাট্য দিবস:
সব জাতি-গোষ্ঠী-ধর্ম-বর্ণের মানুষই শিশুর মুখে হাসি ফোটাতে হাতে পুতুল তুলে দেন। ছেলে-মেয়ে সবারই শৈশবে পুতুল খেলার অভিজ্ঞতা রয়েছে। তথ্যের প্রচার, গণসচেতনতা সৃষ্টিসহ শিশুশিক্ষা, বিজ্ঞাপন, পরিবেশ-উন্নয়ন, সামাজিক ও পারিবারিক সম্পর্ক উন্নয়নে ‘পুতুলনাট্য’ অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম।
২১ মার্চ ‘বিশ্ব পুতুলনাট্য দিবস’। ২০০৩ সাল থেকে বিশ্ব পুতুলনাট্য সংস্থা দিবসটি পালন করে আসছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ দিবসটি উদযাপিত হচ্ছে।

ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম দিবস :
২১ মার্চ ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’। ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা, তাদের পরিবারবর্গ, সহকর্মী-বন্ধু, চিকিৎসক এবং সচেতন জনগণ এই দিনটিকে নানা কর্মসূচীর মাধ্যমে প্রতিবছর পালন করে থাকেন।
অনেকে হয়তো ডাউন সিনড্রোম (Down Syndrome) বিষয়টি কি তা জানেনই না। এটি বিশেষ ধরনের জেনেটিক বা জিনগত অবস্থা। ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেয়া মানুষের ক্রোমোজোমের গঠন সাধারণ মানুষের ক্রোমোজমের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে থাকে। ব্রিটিশ চিকিৎসক জন ল্যাংডন ডাউন সর্বপ্রথম ১৮৬৬ সালে এ সমস্যায় আক্রান্ত শিশুদেরকে চিহ্নিত করেন বলে তার নামানুসারে একে ডাউন সিনড্রোম নামকরণ করা হয়। জন ল্যাংডন ডাউন, ডাউন সিনড্রোমের আবিষ্কারক।
ডাউন সিনড্রোম সমন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক অধিকার আদায়ে, সামাজিক বিভিন্ন কর্মসূচীতে সাধারণ জনগণের ন্যায় ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ও অংশগ্রহণ নিশ্চিত করা সর্বোপরি ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের জন্য ভালোবাসাময় একটি পৃথিবী গড়ার লক্ষ্যেই দিবসটি উদযাপন করা হয়।
২০০৫ সালে ফ্রেঞ্চ জীনতাত্ত্বিক গবেষণা সংস্থা AFRT (the French Association for Research on Trisomy 21) ২১ এ মার্চ কে ডাউন সিনড্রোমের জন্য প্রতীকী দিন হিসেবে ঘোষণা করে এবং সে বছর ২১ এ মার্চ তারা ডাউন সিন্ড্রোম এর গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে ‘From patient to research, better understand to better help’ শিরোনামে একটি বৈজ্ঞানিক সম্মেলন এর আয়োজন করে। পরবর্তীতে ডাউন সিনড্রোম নিয়ে কাজ করে যাওয়া আরো কিছু সংস্থা যেমন European Down Syndrome Association (EDSA), Down Syndrome International (DSI) ২১ মার্চ কে ডাউন সিনড্রোম এর জন্য প্রতীকী দিন হিসেবে পালন করতে AFRT এর সাথে একমত পোষণ করে।
২০০৫ সাল থেকে প্রতিবছর ২১ মার্চ AFRT ডাউন সিনড্রোম বিষয়ক কনফারেন্স এর আয়োজন করে আসছে। অবশেষে ডাউন সিনড্রোম বিষয়ক সচেতনতার এই আন্দোলনের সাথে বিশ্বের সকল দেশকে যুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ২০০৭ সালের ২০ ডিসেম্বর ২১ মার্চ কে World Down Syndrome Day হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক ঘোষণায় জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল সদস্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থা কে প্রতি বছর ২১ এ মার্চ যথাযোগ্য মর্যাদায় World Down Syndrome Day হিসেবে পালনের আমন্ত্রণ জানায়। ২০১৮ সালের ২১ মার্চ বিশ্বজুড়ে ১৩তম World Down Syndrome Day পালিত হচ্ছে।

আন্তর্জাতিক জাতি বৈষম্য বিলোপ দিবস :
প্রতিবছর ২১ মার্চ সারাবিশ্বে এ দিবসটি পালিত হয়। বর্ণবৈষম্য প্রথম শুরু হয় দক্ষিণ আফ্রিকায়। ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার সার্পভিলে জাতিগত বর্ণ বৈষম্যের বিল পাসের বিরুদ্ধে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে মিছিলের আয়োজন করে। যেখানে পুলিশ বিনা কারণে নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এ ঘটনায় ৬৯ জন নিরীহ মানুষ প্রাণ হারান এবং ১৭৮ মানুষ আহত হন। এ ঘটনার পর ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ পৃথিবীর সব দেশ থেকে জাতিভেদ ও বর্ণবৈষম্যের মতো ভয়ানক ব্যাধিকে নির্মূল করতে সোচ্চার হয়।
এ বিষয়ের ওপর জাতিসংঘ নানা কর্মসূচি শুরু করে। অবশেষে ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম ২১ মার্চকে আন্তর্জাতিক জাতিগত বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসাবে পালনের আহ্বান জানায়।
তথ্যসুত্র: দৈনিক যুগান্তর, একুশে টেলিভিশন, জাগোনিউজ।

Facebook Comments

About Library