Home / Uncategorized / ১ মার্চ; জাতীয় বিমা দিবস ইতিহাস ও প্রশ্নোত্তর

১ মার্চ; জাতীয় বিমা দিবস ইতিহাস ও প্রশ্নোত্তর

বীমা দিবস
জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। জাতীয় বীমা দিবস ১ মার্চ। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।

ইতিহাস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ২০২০ সালের  ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

কর্মসূচি
বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্র, বীমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পালিত হয়।

বীমা দিবসের প্রতিপাদ্য: 

২০২০: বীমা দিবস-২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে : ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’।

২০২১: জাতীয় বীমা দিবস-২০২২’ –এর প্রতিপাদ্য : ‘মুজিব বর্ষে’র অঙ্গীকার, বীমা হোক সবার”

২০২২: ‘জাতীয় বীমা দিবস-২০২২’ –এর প্রতিপাদ্য : ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’

২০২৩: জাতীয় বীমা দিবস ২০২৩ এর প্রতিপাদ্য: ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’।

 

তথ্যসুত্র: প্রধানমন্ত্রী অফিস ও সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট, দৈনিক পত্রিকা।

Facebook Comments

About Library