Home / শরীয়তপুরবাসীদের বই পরিচিতি / বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম বেপারী রচিত বইপত্র পরিচিতি

বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম বেপারী রচিত বইপত্র পরিচিতি

মুক্তিযুদ্ধে মেহেরজান

লেখক পরিচিতিঃ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রামভদ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কোড়ালতলী গ্রামে ৬ জুলাই ১৯৫৫ ইং সালে জন্ম। মা-বাবার ৫ সন্তানের মধ্যে দ্বিতীয়। অগ্রজ সহোদর নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধা অবসর জীবনযাপন করছেন।ছোট ভাই কৃষি পেশায় নিয়োজিত। ছোট দুই বোন নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। মা রহিমা খাতুন।বাবা আলী বক্স বেপারী অনেক আগেই পরপারে চলে গেছেন।বাড়ির পাশে কোড়ালতলী প্রাথমিক বিদ্যালয় হতে উওীর্ণ হয়ে প্রথমে দিগম্বরী মহিষার হাই স্কুলে ভর্তি , পরে ভেদরগঞ্জ পাইলট হাই স্কুল হতে ১৯৭১ সালে মাধ্যমিক র্পযায়ের অধ্যায়ন র্পব শেষ। ১৯৮২ সালে ঢাকা কলেজ হতে এইচ,এস,সি এবং ১৯৮৮ সালে ঢাকা বিশ্বদ্যালয়র অধীনে স্নাতক ডিগ্রী র্অজন করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে (অধুনালিপ্ত) মুক্তিযোদ্ধা কোটায় এএলডিএসটি হিসাবে চাকরিতে যোগদান করেন।ট্রেড ইউনিয়ন আন্দোলনের মাধ্যমে র্কমচারীদের ন্যায় সংগত দাবী আদায়ের স্বার্থে ব্যাংকের কর্মচারীদের ইউনিয়ন র্নিবাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে র্নিবাচিত।
অতঃপর ক্রম ধারাবাহিকতায় এমপ্লয়ী ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।নিজ ডেস্কের কাজ যথারীতি সম্পাদন করে ইউনিয়নের দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ।অবশেষে পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রিন্সিপাল অফিসার হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় জুলাই ,২০১৫ তে অবসর গ্রহণ করেন। উনিশ’শ সত্তরের ছাত্র-গণ আন্দোলনে ও সত্তরের নির্বাচনে নিজ এলাকায় তারুণ্যদিপ্ত দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে ৩নং সেক্টরে ২নং ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে একাধিক সম্মুখ সমরে অংশগ্রহন করেন।১০ জানুয়ারি, ১৯৭২ জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন বাংলার পদার্পনকালে তিন বাহিনীর সম্বিলিত “গার্ড অব অনার” প্রদানকারীদের মধ্যে একজন গর্বিত সদস্য। মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধ মিরপুর যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত। চার পুত্র সন্তানের জনক। সন্তানরা সবাই আছে শিক্ষা জীবনে। স্ত্রী হালিমা বেগম পারুল শতভাগ গৃহিনী।

Facebook Comments

About Library