শরীয়তপুর পোর্টাল শরীয়তপুর জেলার তথ্য বিষয়ক একটি সংগঠন। ২০১২ সালের ১৪ এপ্রিল (০১ বৈশাখ 1419) সংগঠনটি যাত্রা শুরু করে।
লক্ষ্যঃ শরীয়তপুর জেলার সকল প্রকার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করার নির্ভরযোগ্য সংগঠন হিসাবে প্রতিষ্ঠা পাওয়া “শরীয়তপুর পোর্টাল” এর মূল লক্ষ্য।
লক্ষ্যে পৌঁছার জন্য উদ্দেশ্যসমূহ হবে:
1. শরীয়তপুর জেলাকে দেশ বিদেশে তুলে ধরা।
2. দেশ বিদেশে শরীয়তপুরবাসীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা।
3. শরীয়তপুর জেলার ইতিবাচক কার্যক্রমের সহযোগী ও প্রযোজ্যক্ষেত্রে দায়িত্বগ্রহণ করা।
4. জেলার তথ্য সম্পর্কিত “সংরক্ষণাগার” হিসেবে যথাযথ কার্যক্রম পরিচালনা করা। 5. শরীয়তপুর জেলাকে স্বদেশ ও বর্হিবিশ্বে তুলে ধরার বিষয়ে “দায়িত্বশীল” ও “অগ্রগামী” ভুমিকা পালন করা।
1. https://shariatpurportal.info ওয়েবসাইটের মাধ্যমে শরীয়তপুর জেলাকে তুলে ধরা এবং জেলার সাথে যোগাযোগ কে সহজ করে তোলা;
2. অফিস রুমে শরীয়তপুর জেলার সম্পর্কিত বিভিন্ন দলিলপত্র, বই পত্র ও প্রকাশনা সংরক্ষণ এবং জনসাধারণের জন্য প্রদর্শন;
3. জনসাধারণের জ্ঞানার্জনার্থে বই পড়তে উদ্বুদ্ধ করার জন্য একটি পাঠাগার পরিচালনা;
আপনার মতামত দিন