সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

SAJANPUR ISLAMIA HIGH SCHOOL

ইতিহাস ও নামকরনঃ 

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি অতি প্রাচীন ও ঐতিহ্য মন্ডিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসন আমলে বর্তমান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সাজনপুর গ্রামে সাজনপুর এম.ই. স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়।তবে, কখন কিভাবে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক কোন তথ্য পাওয়া যায় না। সঠিক পরিচর্যার অভাবে বিদালয়টি যখন বিলুপ্ত প্রায় তখন  এলাকার  বিশিষ্ট সমাজ সেবক, তৎকালীন মহিষার ইউ.পি. চেয়ারম্যান  জনাব হাজী হোসেন আলী  সরদার  সাহেব স্থানীয় গন্যমান্য ও বিদ্যোৎসাহী ব্যক্তিদের সহযোগিতায় ১৯৬৫ইং সনে  সাজনপুর  ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নামে  অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি একটি ছায়াঢাকা, পাখি ডাকা মনোরম পরিবেশে অবস্থিত।  প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়টি শিক্ষা ব্যবস্থাপনা সহ সহশিক্ষা কার্যক্রমের জন্য অতি সুনামের সহিত চলিয়া আসিতেছে। বিদ্যালয়টিতে বর্তমানে দুটি একতল ও একটি দ্বিতল ভবন রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষক জনাব মোঃ তোফাজ্জল হোসেন সাহেব ও ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালিন উপজেলা কমান্ডার জনাব আলী আজম ফরিদীর যোগ্য ব্যবস্থাপনায় বিদ্যালয়টির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

 

সাধারণ পরিচিতি
প্রতিষ্ঠাকালঃ 1965

Eiin: 113503

Mpo Code No: 360101130


প্রতিষ্ঠাতা সম্পর্কে
 
photo

 

বিস্তারিত

 

সহশিক্ষা কার্যক্রম
বিশ্বসাহিত্য কেন্দ্র শাখাঃ বাংলাদেশের বিশ্বসাহিত্য সংগঠন সেকায়েপ থেকে অনূদিত সাহিত্যের বিভিন্ন বই,উপন্যাস,গ্রন্থ,গল্প ইত্যাদি ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়তে দেয়া হয়।এর জন্যে একজন শিক্ষক নিয়োগ আছেন।প্রত্যেক শ্রেণির জন্য উপযুক্ত বইগুলো আলাদাভাবে রাখা হয়।বইপ্রেমী ছাত্রছাত্রীরা এর সদস্য হয়ে বিভিন্ন রকমের উপন্যাস,গ্রন্থ পড়তে পারে।বছরে এসব বই থেকে একটা পরিক্ষার আয়োজন করা হয়ে থাকে।ভালো ফলাফলকারি ছাত্রছাত্রীরা বই পুরষ্কার পেয়ে থাকে।

স্কাউট গ্রুপ
বিতর্ক প্রতিযোগিতা

 

যোগাযোগ তথ্য
অবস্থান ডাকঘরঃ সাজনপুর, ইউনিয়নঃ মহিসার, উপজেলাঃ ভেদরগঞ্জ, জেলাঃ শরীয়তপুর।
মোবাইল +88 01718-675821
ইমেইল sha113503@gmail.com
ফেসবুক পেজ
ওয়েবসাইট http://www.sajanpurihs113503.edu.bd
http://deb113503.dhakaeducationboard.gov.bd/

তথ্যসুত্রঃ  প্রতিষ্ঠানের ওয়েবসাইট , শরীয়তপুর জেলা তথ্য বাতায়ন ও উইকিপিডিয়।

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সম্পর্কে আরো তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। 

আমাদের সাথে যোগাযোগ

আপনার মতামত দিন