শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট 
বুড়িরহাট, শরীয়তপুর।

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট
Shariatpur Polytechnic Institute
 

সাধারণ তথ্য: 

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট (ইংরেজি: Shariatpur Polytechnic Institute) বাংলাদেশের একটি নতুন পলিটেকনিক ইন্সটিটিউট।

অত্র প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১২০ জন ছাত্রছাত্রী নিয়ে এর প্রথম ক্লাস শুরু হয়।




ধরণ:বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট

অবস্থান:বুড়ির হাট, থানা: পালং (শরীয়তপুর সদর), জেলা: শরীয়তপুর, বিভাগ :ঢাকা। ২৩°১১′০″ উত্তর ৯০°২৩′২২″ পূর্ব

রুপকল্প ও অভিলক্ষ্য: শিক্ষা মন্ত্রনালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের রুপকল্প ও অভিলক্ষ্য ই এ প্রতিষ্ঠানের রুপকল্প ও অভিলক্ষ্য:

রুপকল্প: কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার, প্রসার ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নে সহযোগীতা করা। রাষ্ট্রের নিয়মানুযায়ী দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরী করে দেশ-বিদেশে চাকুরি প্রাপ্তিতে সহযোগীতা করে দেশের অর্থনেতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধ করা।

অভিলক্ষ্য: চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ার শিক্ষাক্রমে নিয়মানুযায়ী ছাত্র-ছাত্রীদের ভর্তি ও বাকাশিবোর কারিকুলাম অনুযায়ী তাত্ত্বিক, ব্যবহারিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরী ও তাদের কর্মসংস্থানের সহযোগীতা করা।

লক্ষ্যঃ চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে নিয়মানুযায়ি ছাত্র -ছাত্রীদের ভর্তি ও বাকাশিবোর কারিকুলাম অনুযায়ি তাত্তিক,ব্যবহারিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর মাধামে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি ও তাদের কর্মসংস্থানে সহযোগিতা করা।

দৃষ্টিঃ কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার,প্রসার এবং কার্যকরী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে সহযোগিতা করা।রাষ্ট্রের নিয়ম অনুযায়ী দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করে দেশ-বিদেশে চাকুরি প্রাপ্তিতে সহযোগিতা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশ ও জাতীকে সমৃদ্ধি করা।

ডিপার্টমেন্ট: কম্পিউটার ,আইপিসিটি, টিসিটি, ইলেকট্রনিক্স

Contact :

Shariatpur Polytechnic Institute

The Institute is located at Shariatpur, Burirhat Area. Near About Six kilometers from the city (towards south)

and on the north side of Chadpur highway. It has 2.1 acres of land with an Academic,Administrative and two wroshop Building.

Vedorgonj Road, Burirhat, Shariatpur.

Telephone: 0601-61455

Email: shariatpurpoly@yahoo.com

Website: www.shariatpurpolytechnic.gov.bd

 

 

তথ্য সুত্র: https://shariatpurpolytechnic.gov.bd/

Location:

আপনার মতামত দিন