আমার আত্মজীবনী ও শরীয়তপুর জেলা সৃষ্টির ইতিহাস

লেখক পরিচিতি  

জনাব আজিজুল হক মল্লিক ১৯২৯ সালের ২৩ আগষ্ট ভেদরগঞ্জের মনুয়া গ্রামে জন্মগ্রহন করেন । পিতার নাম মরহুম এশ্রারেল হক মল্লিক মাতা আক্লিমননেছা। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী। শরীয়তপুরে একটি মহকুমা প্রতিষ্ঠা এবং শরীয়তপুর জেলাকে বরিশাল বিভাগের অন্তর্ভূক্তির বিরুদ্ধে তিনি সক্রিয় ভুমিকা রাখেন। ঢাকাস্থ শরীয়তপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি জনকল্যাণে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত । বর্তমানে তিনি শরীয়তপুর জেলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক। তিনি নিজ গ্রামে “বেগম লুৎফুন্নেছা মহিলা মাদ্রাসা” নামে একটি মাদ্রাসা স্থাপন করেন।

বই পরিচিতি 

প্রকাশকালঃ নভেম্বর, ২০১৭ ইং, কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ
উৎসর্গ: লেখকের মা মরহুমা আক্লিমননেছা
প্রচ্ছদঃ নুর মোহাম্মদ মিয়া
পৃষ্ঠপোষকতায়ঃ মোঃ  আজিজুল হক মল্লিক ( আজিজ মল্লিক ),
মোবাইল ঃ ০১৭৪৬-৯৪১২৪৫, ০১৭২৬-৫৩০৭১৩

তথ্যসুত্র: আমার আত্মজীবনী ও শরীয়তপুর জেলা সৃষ্টির ইতিহাস, শরীয়তপুর অতীত ও বর্তমান (আবদুর রব সিকদার), দৈনিক রুদ্রবার্তা।

আপনার মতামত দিন