মহিষার দিগম্বরী হাই স্কুল এন্ড কলেজ
মহিসার, ভেদরগঞ্জ শরীয়তপুর।

MAHISHAR DIGAMBARI SCHOOL AND COLLEGE
EIIN-113497
প্রতিষ্ঠাকাল ঃ 01 জানুয়ারী 1925।

স্কুল কোড: ৬১৮৩ ॥ 

কলেজ কোড: ৬১২৪ । 

বৈশিষ্ট্য: 

  • সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ক্লাস পর্যবেক্ষণ ।
  • প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান
  • মাল্টিমিডিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদানের সু-ব্যবস্থা।
  • কো-কারিকুলাম এ্যাক্টিভিটিজ এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত-প্রতিভা বিকশিতকরণ।
  • জাতীয় কারিকুলাম অনুযায়ী শতভাগ নতুন কারিকুলাম ভিত্তিক পাঠদান। 

ইতিহাস ঃ তৎকালীন হিন্দু জমিদার অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত মহিষার গ্রামটির সুনাম ছিল সুদূর প্রসারী। এই সকল হিন্দু সম্প্রদায়ের মধ্যে শ্রী গোপাল কৃষ্ণ গাঙ্গুলী, পিয়ারী মোহন মল্লিক, শ্রী মাখন লাল ঘোষাল, কামিনি মোহন ব্যানার্জি, ব্রজেন্দ্রনাথ দূর্গা গাঙ্গুলী, দ্বিজিন্দ্রনাথ ঘোষাল, কেদারনাথ চক্রবর্তী, হরেন্দ্রনাথ গাঙ্গুলী, যোগেশ চন্দ্র মল্লিক, দূর্গা মোহন গাঙ্গুলী, অক্ষয় কুমার ঘটক প্রমুখ ব্যক্তিবর্গের নাম উল্লেখযোগ্য। এছাড়াও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আরব আলী মোড়ল ও আলেক চাঁন বাবুশ্চীর নামও উল্লেখযোগ্য। তৎকালীন অন্যতম হিন্দু জমিদার শ্রী গোপাল কৃষ্ণ গাঙ্গুলী তার বাড়ীর নিকট বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা করেন। এ প্রসঙ্গে তিনি তৎকালীন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রায় ২২জন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সভায় উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষনা দেন এবং সাথে সাথে তিনি বিদ্যালয়টি তার মা রাশমনির নাম অনুসারে রাশমনি উচ্চ বিদ্যালয় নামকরণেরও প্রস্তাব দেন। অতঃপর সভায় নামকরণের ব্যাপারে বিভিন্ন জন দ্বিমত পোষণ করলে পিয়ারী মোহন মল্লিক নাম এক হিন্দু জমিদার কালীর অপর নাম দিগম্বরী দেবী’র নামানুসারে বিদ্যায়টির নাম দিগম্বরী উচ্চ বিদ্যালয় নামকরণের প্রস্তাব দেন। অতঃপর প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। এ ভাবেই বিদ্যালয়টি মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় নামকরণ হয়।


ভবিষৎ পরিকল্পনাঃ শিক্ষার্থীর মেধা বিকশের পূর্ণ সুযোগ, শিক্ষকদের বিষয় ভিত্তিক দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতার মাধ্যমে জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার্থীর পাশের হার ১০০% এ উন্নতিকরণসহ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করা।

যোগাযোগ: 

অধ্যক্ষ ০১৭৫৪৫৪০৯৭

অফিস – ০১৭৯৩৩৭৮৫৫৬

E-mail: mdse113497@gmail.com, 

Website: wwww.mdse.edu.bd 

 

আপনার মতামত দিন