ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ

VEDORGANJ PILOT HIGH SCHOOL AND COLLEGE

মুলনীতিঃ শিক্ষা, শান্তি, উন্নতি। 

 

সাধারণ পরিচিতি
মনোগ্রামঃ

প্রতিষ্ঠাকালঃ 1966

EIIN-113504

কলেজ কোডঃ 3203

 

পাঠ দানের বৈশিষ্ট্য সমুহঃ (তথ্য সুত্রঃ 2019-2020 শিক্ষা বর্ষে একাদশ শ্রেনীতে ভর্তির লিফলেট)

  • সকল ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুবিধা।
  • অনলাইনে/এসএমএস এর মাধ্যমে ফ্রি আবেদনের ব্যবস্থা;
  • A+   ও A গ্রেড প্রাপ্তদের জন্য বিনামুল্যে পাঠ্যবই প্রদান করা হবে;
  • সরকারী বৃত্তি/উপবৃত্তি ও প্রতিষ্ঠান থেকে এককালীন অনুদানের ব্যবস্থা;
  • নিয়মিত মাসিক পরীক্ষার মাধ্যমে মুল্যায়নের ব্যবস্থা;
  • মাল্টিমিডিয়া ক্লাসরুমের সু-ব্যবস্থা;

 

বিশেষ অর্জন:- কলেজ পর্যায়ে ১ম ব্যাচ 2018 সালের পরীক্ষার ফলাফলে উপজেলায় ২য় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। 

 

যোগাযোগ তথ্য
অবস্থান ভেদরগঞ্জ পৌরসভা, ৭ নং ওয়ার্ড
মোবাইল 01740-197584
ইমেইল
ফেসবুক পেজ
ওয়েবসাইট
http://deb113504.dhakaeducationboard.gov.bd/

তথ্যসুত্রঃ ঢাকা এডুকেশন বোর্ড,  2019-2020 শিক্ষা বর্ষে একাদশ শ্রেনীতে ভর্তির লিফলেট

ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ সম্পর্কে আরো তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। 

আমাদের সাথে যোগাযোগ

আপনার মতামত দিন