ডা. মোহাম্মদ জসিম উদ্দিন
(ওরাল এন্ড ডেন্টাল সার্জন)
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
বিএমডিসি রেজিঃ নং-৪৪৪৪.
প্রাক্তন প্রভাষক মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
ফোন: 01818 336 335, 01618 336 335
দি ঢাকা ওরো-ডেন্টাল এইড
সুস্থ দাঁত সুন্দর হাসি
ভেদরগঞ্জ চেম্বারঃ পদ্মা জেনারেল হাসপাতাল ভেদরগঞ্জ, শরীয়তপুররোগী দেখার সময়: প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৮টা।
ঘড়িষার চেম্বারঃ ঘড়িষার আধুনিক হাসপাতাল ঘড়িষার, নড়িয়া, শরীয়তপুর।
রোগী দেখার সময়: প্রতি রবি ও সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
সিরিয়ালের জন্যঃ 01818 336 335
ইমেইল: dr.jasim_ddc42@yahoo.com
ফেসবুক: www.facebook.com/Dr.MohammedJasimUddin
নিজ জেলা : শরীয়তপুর।
ঠিকানা: ডেন্টিস্ট কটেজ., আলাওলপুর, গোসাইরহাট, শরীয়তপুর।
Others Connect: Hospitalin
অবদান :
=>> স্টুডেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এসডিজি অর্জন ও ছাত্র-যুবদের উন্নত জীবন গঠন, ছাত্র ও সামাজিক কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন আলাওলপুর স্টুডেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
=>> উদয় পাবলিক লিমিটেড।
চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে উদয় পাবলিক লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। ডা. জসিম উদ্দিন উদয় পাবলিক লিমিটেড প্রতিষ্ঠাতা ডিরেক্টর এডমিন হিসেবে দায়ি
দি ঢাকা ওরো-ডেন্টাল এইড মহান স্বাধীনতা দিবস’ ২০২৪ উপলক্ষ্যে ৬ শে মার্চ’২৪ থেকে ৩১ মার্চ’২৪ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডেন্টাল চেক-আপ সম্পূর্ণ ফ্রি এবং সকল চিকিৎসায় ২৫% ঘোষণা করে।
আপনার মতামত দিন