বিঝারি ইউনিয়ন পরিচিতি

 ঐতিহাসিক বিবরণ
একটি প্রসিদ্ধ নাম। এখানে বহু ব্রাক্ষ্মণ বাস করেন। তন্মধ্যে ঘোষাল, বাড়রী তালুকদার প্রাচীন অধিবাসী। এই গ্রামে মাটি খনন করে নানাবিধ প্রস্তরমূর্তি ও ইষ্টক পাওয়া গেছে। পূর্বে এই স্থানটি রাজনগরের জমীদারীর অন্তর্গত ছিল। পরে এই জমিদারী ঢাকাবাসী কাদের বক্সের নিকট বিক্রি করা হয়।
বিঝারি গ্রামে তৎকালীন পূর্ববঙ্গের প্রসিদ্ধ কথক ও সঙ্গীত রচয়িতা কৃষ্ণকান্ত পাঠক জন্মগ্রহণ করেন। তার রচিত গান হিন্দু ও ব্রাক্ষ্মণ সমাজে শ্রুত হতো। সুখ্যাত দক্ষিণ বিক্রমপুর সাহিত্য সম্মিলনীর প্রথম অধিবেশন এই গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। (পরিশিষ্ট দেখুন)। বিঝারিতে বহু সঙ্গীত রচয়িতার পরিচয় পাওয়া যায়। তৎকালে এই গ্রামে বহুবিধ কার্যক্রম পরিচালিত হতো।

তথ্যসুত্রঃ ফরিদপুরের ইতিহাস।

গ্রামসমূহের তালিকা

  • কাজীশুকুর
  • কন্ডা
  • ধামারন
  • বিশুগাও
  • মান্ডা
  • নওগাও
  • আইটপাড়া
  • বিঝারী
  • কান্দীগাও
  • কাপাশপাড়া
  • দিগাম্বরপট্রি
  • ডেমেরগাও
  • কান্দাপাড়া
  • ভড্ডা
  • নীলগুন
  • গবিন্দমঙ্গল
  • উত্তর মগর
  • কাঞ্চনপাড়া
  • দক্ষিন মগর

হাটবাজারঃ বিঝারী বাজার ও কাঞ্চনপাড়া বাজার।

আপনার মতামত দিন