ভেদরগঞ্জ উপজেলা পরিচিতি

পটভূমিঃ ভেদরগঞ্জ উপজেলার জনপদের বর্তমান বয়স প্রায় ৩০০ বছর। ১৯২৪ সনে প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রভাবশালী ব্যক্তিত্ব বিক্রমপুর পরগণার জমিদার সৈয়দ ভেদারউদ্দিন শাহের সর্বপ্রথম ভেদরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কালের প্রভাবে ও প্রশাসনিক চাহিদার আলোকে ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ সনে ভেদরগঞ্জ থানা হতে উপজেলায় উন্নিত হয়। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ মানোন্নীত ভেদরগঞ্জ উপজেলা উদ্বোধন করেন। ভৌগলিক বিবেচনায় ২৩.৩৮ ডিগ্রি হতে ২৩.২৪ ডিগ্রি উত্তর অক্ষা্ংশ ও ১০.২৩ ডিগ্রি ১০.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা্ংশ পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা বিস্তৃত।শরীয়তপুর জেলা শহরের পূর্বদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ও দেশখ্যাত পদ্মা নদীর দক্ষিণে এব্ং মেঘনা নদীর পশ্চিম তীরে ভেদরগঞ্জ উপজেলা অবস্থিত। এ উপজেলার দক্ষিনে ডামুড্যা উপজেলা, পশ্চিমে শরীয়তপুর সদর, উত্তর দিকে নড়িয়া উপজেলা, উত্তর পুর্ব দিকে পদ্মা এব্ং মেঘনা নামক বাংলাদেশের সর্ববৃহৎ নদী।

নামকরণঃ ভেদরগঞ্জ এর নামকরন নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। প্রথমত, প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রভাবশালী ব্যক্তিত্ব বিক্রমপুর পরগনার জমিদার ভেদার উদ্দিন ১৯২৪ খ্রিস্টাব্দে এই এলাকার সফরে আসেন এবং এই সৈয়দ ভেদার উদ্দিন শাহের প্রয়াসে ভেদরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। তার নামানুসারেই ভেদরগঞ্জ এর নামকরন করা হয়। উল্লেখ্য যে ভেদরগঞ্জ এক সময় ভেদার উদ্দিন শাহ এর জমিদারী এলাকার অন্র্তগত। দ্বিতীয়ত, ভেদরগঞ্জের নামকরন নিয়ে আরো একটি প্রবাদ আছে। এই প্রবাদ কাদা প্রবাদ নামে পরিচিত । ‘ভেদর’ শব্দের অর্থ কাদা। একসময় এই এলাকায় প্রচুর কাদা ছিল। কাদার জন্য মানুষের হাটা চলার ব্যঘাত ঘটত। তাই এই এলাকার নাম একে একে জনমুখে ভেদরগঞ্জ নামের পরিচিতি লাভ করে।তৃতীয়ত, অনেকের মতে, এই এলাকায় প্রচুর বেদে ছিল। নদীর পাড়ে সবসময় অসংখ্য বেদে বহর থাকত। তাই এই এলাকার নাম ভেদরগঞ্জ হয়েছে। আধুনিক গবেষণায় প্রবাদ দুটি নিছক প্রবাদ বলে প্রতিয়মান হয়েছে।মুলত ভেদার শাহ এর নাম হতে ভেদরগঞ্জ নামের উৎপত্তি। বর্তমানে ভেদরগঞ্জ নামে প্রচলিত হলেও বিভিন্ন সময় এর নাম বেদেরগঞ্জ, ভেদেরগঞ্জ,ছিল।

দর্শনীয় স্থানঃ

নদনদীঃ

হাট-বাজারের ঃ

  • রামভদ্রপুর বাজার
  • বালারহাট
  • বাংলাবাজার ছয়গাঁও
  • ডিএমখালী বাজার,ডিএমখালী
  • খাসমহল বাজার , ডিএমখালী
  • চরচান্দা বাজার ,ডিএমখালী
  • সখিপুর গো-হাট
  • সখিপুর বাজার ,
  • সখিপুর ষ্টেশন বাজার
  • চেয়ারম্যান বাজার
  • চেয়ারম্যান ষ্টেশন বাজার
  • নুরু মাঝির বাজার
  • মমিন আলীর বাজার
  • চরফেলিজ বাজার
  • টেকের বাজার
  • আফা মোল্লার বাজার
  • মাল বাজার

আপনার মতামত দিন