জাজিরা উপজেলা পরিচিতি

প্রেক্ষাপটঃ  শরীয়তপুর জেলার অন্যতম জাজিরা উপজেলা জেলা সদর হতে ১২ কি.মি উত্তর পশ্চিমে অবস্থিত। বিশ্ব মানচিত্রের ২৩.১৬ ও ২৩.২৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০.১৩ হতে ৯০.২৬ পূর্ব দ্রাঘিমার রেখার মধ্যে জাজিরা অবস্থিত। উপজেলাটির উত্তরে মুন্সিগঞ্জ দক্ষিণে পরীয়তপুর সদর পূর্বে নড়িয়া এবং পশ্চিমে শিবচর উপজেলা।  শরীয়তপুরের বুহত্তম জনগোষ্ঠী জাজিরা উপজেলার উপর দিয়ে শরীয়তপুর মাঝির ঘাট-সড়ক ব্যবহার পূর্বক পদ্মা নদী পার হয়ে ঢাকা যাতায়াত করে।

নামকরণঃ জাজিরার নামকরন সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য জানা নেই। জাজিরা মুলত পদ্মা নদীর একটি চর। আরবিতে জাজিরা جزيرة অর্থ- দ্বীপ। এ শব্দ হতেই পূরোনো যুগের কোন মুসলিম নেতা এর নাম লিখেছিলেন মর্মে কথিত আছে। আরবী ভাষায় দ্বীপকে বলা হয় জাজিরা। দ্বীপ আর চরকে সমার্থক ভেবে ভুমি জরিপের সময় হয়তো জাজিরা নামে চিহ্নিত করা হয়েছে।

১৯৮৩ সালে ২৪মার্চ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ বীরশ্রেষ্ঠ এর মাতা মোসাঃ মফিদুন্নিসা জাজিরা উপজেলা উদ্বোধন করেন।

আপনার মতামত দিন