টিকাটুলি হইতে শরীয়তপুর স্পেশাল গেটলক ফ্লাইওভার সার্ভিস।
গ্লোরী এক্সপ্রেস (প্রাঃ লিঃ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে,, ঢাকা-শরীয়তপুর এবং শরীয়তপুর-ঢাকা গামী সকল যাত্রী সাধারনের সুবিধার্থে টিকাটুলি হইতে ফ্লাইওভার দিয়ে “স্পেশাল গেটলক ফ্লাইওভার সার্ভিস” চলাচল করছে। গুলিস্তান থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব টিকাটুলি অভিসার সিনেমা হলের একটু দক্ষিন পাশে ফ্লাইওভারের নিকটে গ্লোরী এক্সপ্রেস (প্রাঃ লিঃ)-এর কাউন্টার থেকে এখন নিয়মিত বাস চলাচল করছে।
ঢাকায় গ্লোরী এক্সপ্রেস (প্রাঃ) লিঃ এর কাউন্টার:
সায়েদাবাদ কাউন্টার ঃ রেলগেট সংলগ্ন সায়েদাবাদ, ঢাকা । মোবাইল : 01716517254 01608835206
দোলাইরপাড় কাউন্টারঃ বাইতুস শারফ মসজিদ সংলগ্ন, দোলাইরপাড়, ঢাকা। মোবাইল: 01676331380
টিকাটুলি কাউন্টারঃ রাজধানী সুপার মার্কেটের পূর্ব পার্শ্বে, ঢাকা। মোবাইল: ০১৯৯৯২০২৯৯০
পোস্তগোলা কাউন্টারঃ পোস্তগোলা, ঢাকা। মোবাইল : ০১৯১১254079
শরীয়তপুর জেলায় গ্লোরী এক্সপ্রেস (প্রাঃ) লিঃ এর কাউন্টার:
শরীয়তপুর কাউন্টারঃ ফায়ার সার্ভিস সংলগ্ন, শরীয়তপুর সদর। মোবাইল : 01712566697
ডগ্রী বাজার কাউন্টারঃ মোবাইল : 01707154472
জাজিরা কাউন্টারঃ টিএনটি মোড়, জাজিরা মোবাইল: 01326361822
কাজিরহাট কাউন্টারঃ ব্রীজ সংলগ্ন, কাজীরহাট। মোবাইল : 01775386737
গ্লোরী এক্সপ্রেস (প্রাঃ) লিঃ অভিযোগ ও পরামর্শ : 01929460502, 01779743514
তথ্যসুত্র: গ্লোরী এক্সপ্রেস (প্রাঃ) লিঃ এর প্রচারপত্র।
আপনার মতামত দিন