প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার
শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত।
স্থাপিত: ২০১৯ খ্রি.
শ্রেণী: শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী তারপর নাজেরা হেফজ এবং কিতাব বিভাগ মাদানী নেসাব
ধরণ: আবাসিক অনাবাসিক ডে কেয়ার
বিভাগ সমূহ: শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি (পর্যায়ক্রমে দাখিল / এসএসসি), নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কুরআন, একাডেমিক বিভাগ
লক্ষ্য: দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের জন্য দুয়া করার পাশাপাশি ‘ইলম এবং ‘আমলের মাধ্যমে আমাদের সর্বাত্মক প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে। দেশে রয়েছে নানা রকম শিক্ষাব্যবস্থা-জেনারেল শিক্ষা, আলীয়া, কউমী, হিফজুল কুরআন, ইংলিশ মিডিয়াম, কারিগরী ইত্যাদি। এসবের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক ইউনিভার্সিটি গড়তে আমরা কাজ করে যাচ্ছি। এখানে কুরআন-সুন্নাহভিত্তিক শুদ্ধ ইসলাম অনুধাবন ও অনুশীলন, এবং আমাদের জাতীয় উন্নতির লক্ষ্যে আজকের শিশুদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আদব, আখলাক, আর তাকওয়ার সবক এবং সমকালীন জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির প্রশিক্ষণের মাাধ্যমে শিক্ষার্থীদের তাওহীদী সোনার মানুষ বানানো।
বিশেষত্বঃ
১. শিক্ষার পরিবেশ, কারিকিয়ুলাম, সিলেবাস, শিক্ষাদান পদ্ধতি, জ্ঞান ও দক্ষতা মূল্যায়নে আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে Quality Development Committee -র নিয়মিত তত্ত্বাবধান।
২. পাঠদানের ক্ষেত্রে সর্বাধুনিক গবেষণালব্ধ শিক্ষাপদ্ধতির অনুসরণ এবং projector/smart screen সমৃদ্ধ ক্লাসে Textbook ও Audio-visual materials এর ফলপ্রসূ ব্যবহার।
৩. অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অধীনে Interactive learning and edutainment পদ্ধতিতে Textbook based activities সম্পাদনের সুষ্ঠু ব্যবস্থাপনা।
৪. ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে CEFR(Common European Framework of Reference for Languages) এর ভিত্তিতে ইংরেজির জন্য Oxford, Cambridge, Longman, McGraw Hill ইত্যাদির, আর আরবির জন্য Madinah Islamic University, Ummul Qura University, King Saud University, Imam Mohammad University ইত্যাদির syllabus এবং course materials- এর যথাযথ ব্যবহার।
৫. একবিংশ শতাব্দির শিক্ষা-দক্ষতা অর্জনে গুরুত্বারোপ এবং IT skills, CEFR levels, IELTS সহ skill based বিভিন্ন পরিক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা।
৬. বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের শিক্ষা ও অভিজ্ঞতাসমৃদ্ধ পরিচালকবৃন্দ ও শিক্ষকমন্ডলির প্রত্যক্ষ ও সার্বক্ষণিক তত্ত্বাবধান।
৭. সব ক্লাসেই হিফজুল কুরআন, Qur-anic Arabic, Communicative Arabic and English এবং বিজ্ঞান চর্চার ব্যবস্থা।
৮. দক্ষ ও যোগ্য আলেম তৈরির লক্ষ্যে আলীয়া এবং কউমী সিলেবাসের মূল কিতাব আরবী মিডিয়ামে পড়ানোর কার্যকর ব্যবস্থা।
৯. সালাতসহ দৈনন্দিন ‘আমল, যিকর-আযকার,আদব-আখলাক (ইসলামী শিষ্টাচার) ইত্যাদির প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে আদর্শ মানুষ তৈরির প্রোগ্রাম।
১০. শিক্ষার্থীর মানসিক বিকাশ ও সুস্থতার জন্য Creative arts, Cultural activities, Sports, Study tour ইত্যাদি প্রোগ্রাম।
১১. প্রথমত বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে, ক্রমশ English medium, English version এবং কারিগরি বোর্ডে পরিক্ষা দেয়ার ব্যবস্থা।
১২. আধুনিক আবাসিক ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার ও ক্রীড়া সামগ্রীর আয়োজন।
১৩.নিয়মিত Health Check-up সহ Health Card সংরক্ষণ এবং Class Performance Report, Course Report, Progress Report, Class Diary ইত্যাদির সুব্যবস্থা।
১৪. শিশুদেরকে মাতৃস্নেহে শিক্ষাদান, কর্মব্যস্ত ও প্রবাসীদের সন্তানদের সুশিক্ষার দায়িত্ব গ্রহণ, অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময়, গণমুখী ইসলামী প্রোগ্রাম আয়োজন।
নিয়মিত একাডেমিক প্রোগ্রামঃ
১. তাহফীজুল কুরআনঃ মক্তব, নাজেরা, হিফজ
২. ইসলামী শিক্ষা বিভাগঃ হিফজসহ নার্সারি-পঞ্চম শ্রেণি (ক্রমশ উচ্চতর পর্যায়)
সবার জন্য উন্মু্ক্ত গণশিক্ষা প্রোগ্রাম
১. আধুনিক ভাষা শিক্ষা কোর্স
২. ইসলামী শরীয়ার বিষয়ভিত্তিক কোর্স
৩. কুরআন শিক্ষা
৪. দারসুল হাদীস প্রোগ্রাম
৫. Professional Training Program
হিফজুল কুরআন সম্পর্কে:
- তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণসহ হিফযের উপযোগী কুরআন শেখার ব্যবস্থা।
- ৩ বছরে সম্পূর্ণ কুরআন হিফযের ব্যবস্থা।
- যোগ্য আলেম তৈরির বিশেষ কার্যক্রম ।
- তেলোয়াতের মানোন্নয়নের জন্য হুসনে সাওত প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান।
- ৬ মাসে নূরানী মক্তব সম্পন্ন (নাজেরা বিভাগ)
- মেধা বিকাশের জন্য সপ্তাহিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।
জেনারেল বিভাগ সম্পর্কেঃ
- নিজস্ব ভবন ও ক্যাম্পাসে প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান।
- সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত।
- প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান
যোগাযোগঃ
ফোন: 01715178393, 01710825270, 01767729801
E-mail : sakiabdullah880@gmail.com
আপনার মতামত দিন