নাজমা নেত্রনালয় এন্ড হারুন আই কেয়ার সেন্টার 

Nazma Netronaloy and Harun Eye Care Centre

Update

সিরিয়ালের জন্য রবিবার থেকে বুধবারের মধ্যে সকাল ৯টা থেকে রাত ৯টার ভিতর যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে । ব্যবস্থাপত্র সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে সাক্ষাতের সময় নিয়ে আসবেন।

রোগী দেখার বার ও সময়

প্রতি বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

          সেবাসমূহ          

  • স্লিট ল্যাম্প ও কম্পিউটারের মাধ্যমে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়।
  • মাথা ব্যাথার চিকিৎসা দেওয়া হয়।
  • বাচ্চাদের চোখে পানি পড়লে তার চিকিৎসা দেওয়া হয়।
  • ছানি অপারেশন করে উন্নতমানের লেন্স বসানো হয়। (সেলাই না দিয়ে ও ফ্যাকো অপারেশন)।
  • চোখের মাংসের/টেরিজিয়ামের অপারেশন করা হয়।
  • গ্লুকোমা চিকিৎসা ও অপারেশন করা হয়।
  • ক্যালাজিয়ন/অঞ্জলীর অপারেশন করা হয়।
  • কৃত্রিম চোখ সংযোজন করা হয়।
  • নেত্রনালীর অপারেশন করা হয়।
  • চোখের পাতা ঠিক করার অপারেশন করা হয়।
  • টেরা চোখ/বাঁকা চোখের চিকিৎসা দেওয়া হয়।
  • শুস্ক চোখের চিকিৎসা দেওয়া হয়।
  • রেটিনা পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়।
  • চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
Click Here
Click Here
Click Here
Click Here
Previous slide
Next slide

 ডাক্তার পরিচিতি  

আপনার মতামত দিন