পুলিন বিহারী দাস

জন্ম নড়িয়ার লোনসিং গ্রামে 1877 সালের 24 জানুয়ারী। পিতা নবকুমার দাস। 1894 সালে ফরিদপুর জিলা স্কুল থেকে এন্ট্রান্স পাস। 1903 সালে তিনি ঢাকার টিকাটুলিতে আখড়া স্থাপন করেন। 1905 সালে তিনি ঢাকার শ্রীরামপুরের বিখ্যাত লাঠিয়াল ওস্তাদ মুর্তজা সাহেবের কাছে লাঠি ও তরবারি খেলা শেখেন। 1906 সাল থেকে তিনি 10 বছর কারাভোগ করেন। 1925 সালে কলকাতায় বিদ্যাসাগর স্ট্রিটে বঙ্গীয় ব্যায়াম সমিতি ও আখড়া স্থাপন করে লাঠিখেলা ও ছুরিচালনা শেখাতে থাকেন। এসব বিষয়ে তিনি পুস্তক রচনা করেন। 1949 সালের 17 আগস্ট ব্যায়াম সমিতির মাঠেই তিনি মৃত্যুবরণ করেন।

আপনার মতামত দিন