Silver jubilee celebration of SSC 97 Shariatpur
রজতজয়ন্তী এসএসসি ৯৭ শরীয়তপুর
Date: 25 December 2022
Palong Tulasar Gurudas Government High School পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়
Update
Event Countdown →
Days
Hours
Minutes
Seconds
More Update
ম্যাগাজিনের জন্য লেখা আহবানঃ
More Update
ম্যাগাজিনের জন্য লেখা আহবানঃ
ম্যাগাজিনের জন্য লেখা আহবানঃ
আমাদের শরীয়তপুরের বন্ধুদের নিজেদের লেখা নিয়ে ম্যাগাজিন “উঠোন” এর ১ম সংখ্যা আসছে আমাদের এস.এস.সি পরীক্ষার রজতজয়ন্তী অনুষ্ঠানে।
২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংখ্যা উন্মোচিত হবে ২৫শে ডিসেম্বর, ২০২২ পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে।
লেখালেখির সাথে জড়িত বন্ধুরা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। তোমাদের গল্প, কবিতা, ভ্রমণ কাহিনীসহ যেকোন সৃজনশীল লেখার অপেক্ষায় আমাদের ম্যাগাজিনের সম্পাদনা টিম।
ক্যাটাগরি অনুযায়ী লেখার শব্দসংখ্যার সীমাঃ
– গল্প (সর্বোচ্চ ১২০০ শব্দ)
– কবিতা (শব্দ সীমা অনির্ধারিত)
– ভ্রমণকাহিনী (৩টি ছবি সহ সর্বোচ্চ ১২০০ শব্দ)
– স্কুল জীবনের স্মৃতিচারণ (সর্বোচ্চ ৮০০ শব্দ)
– ঐতিহ্যবাহী অথবা নতুন কোন খাবারের রেসিপি/ফুডগ্রাফি (সর্বোচ্চ ৩ টি ছবি সহ ২০০ শব্দ)
– ফটোস্টোরি (সর্বোচ্চ ৫টি ছবি সহ ২০০ শব্দ)
– রম্যরচনা (সর্বোচ্চ ৭০০ শব্দ)
– প্রবন্ধ (সর্বোচ্চ ১০০০ শব্দ)
– মুভি রিভিউ (সর্বোচ্চ ৭০০ শব্দ)
– বই এর রিভিউ (অবশ্যই বন্ধুদের লেখা/প্রকাশিত বই হতে হবে, সর্বোচ্চ ৭০০ শব্দ)
লেখা পাঠানোর প্রক্রিয়াঃ
টেক্সট বেইজড (ইউনিকোড) PDF অথবা MS-Word/Docs ফরম্যাটে সব ক্যাটাগরি মিলিয়ে সর্বোচ্চ ২টা লেখা এ্যাটাচমেন্ট হিসাবে ইমেইল করতে হবেঃ
magazine@shariatpur97.com
Or
hfpcmirpur2@gmail.com এ।
লেখা পাঠানোর সময়সীমাঃ
৩০ নভেম্বর, ২০২২।
নিয়ামাবলীঃ
*পাঠানো লেখাটি অবশ্যই নিজের লেখা হতে হবে।
*লেখক/লেখিকাকে অবশ্যই এই গ্রুপের সদস্য হতে হবে।
*সব ক্যাটাগরি মিলিয়ে সর্বোচ্চ ২টি লেখা দেয়া যাবে।
*বানানের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং যথাসম্ভব শুদ্ধ করে লিখতে হবে। ভুল বানানে লেখা প্রকাশিত হলে সম্পাদনা কমিটি দায়ী থাকবে না কারন বানান ঠিক করা খুবই সময় সাপেক্ষ কাজ।
*প্রতিটি লেখার সাথে লেখক/লেখিকার পূর্ণ নাম (যেভাবে ম্যাগাজিনে প্রকাশ করতে চাও) এবং লেখার ধরন (ক্যাটাগরিঃ গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি) এবং বিষয় পরিস্কারভাবে ইমেইলের সাবজেক্টে এবং লেখার শুরুতে লিখতে হবে।
*একই লেখা বারবার এডিট করে পাঠালে প্রথম লেখা ছাড়া পরবর্তী লেখাগুলি গ্রহনযোগ্য হবে না। কাজেই লেখা পাঠানোর আগে নিজে ভালো মত পড়ে নিয়ে চূড়ান্ত করে তারপর পাঠাও।
*লেখার সাথে ছবি পাঠালে অবশ্যই তা ভালো মানের এবং ভালো রেজুলেশনের হতে হবে।
*শব্দসংখ্যার সীমা অতিক্রম করলে লেখাটি বাতিল হয়ে যেতে পারে।
*প্রতিটি লেখা সম্পাদনা কমিটি যাচাই-বাছাইয়ের পর ম্যাগাজিনে প্রকাশের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
* লেখা নির্বাচনের ক্ষেত্রে ম্যাগাজিন সম্পাদনা কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত এবং যেকোনো সময় এই কমিটি নিয়মাবলী এবং শর্ত পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
বিঃদ্রঃ নকল অথবা অন্য কারো লেখা নিজ নামে পাঠালে গ্রুপ থেকে স্থায়ী ভাবে ব্যান করা হবে।
Banner Design: সুদর্শন বাছার
এসএসসি/ SSC 97 সম্পর্কে:
যে সকল পরীক্ষার্থী শুধু শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করে শরীয়তপুর জেলা অথবা জেলার বাইরে থেকে ১৯৯৭ সালে এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো সে সকল বন্ধুদেরকে নিয়ে একটি অরাজনৈতিক মিলন মেলা। “জয়তু বন্ধুত্ব”__আমাদের এই গ্রুপের মূল মন্ত্র।
রেজিষ্ট্রেশন সম্পর্কে:
অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পূর্ন করতে অ্যাডমিন প্যানেলের বন্ধুরা এবং থানাওয়ারি দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন।
সরাসরি রেজিস্ট্রেশন:
থানা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিগণের তালিকা। এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। ।
১) সদর থানা: 01713823800 A. Kader Lipu
২) নড়িয়া থানা: 01711108389 Mahmudur Rahman Harris
৩) জাজিরা থানা: 01928903015, ইমন সিকদার মো সানাউল্লাহ্
৪) ভেদরগঞ্জ থানা: 01798-462000, Sultan Mahmud
৫) গোসাইরহাট থানা: 01715374039, আতাউর রহমান সোহেল
৬) ডামুড্ডা থানা: মোঃ কামাল হোসেন, 01915617266
৭) সখিপুর থানা: 01721-071809 Kabir Hossen
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য:
যে সকল বন্ধুরা ঘরে বসে অথবা প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান
তোমাদের জন্যঃ-
Shariful Islam Sohag 01720-545468
01720545468 Alauddin Bhuiyan
01923104494
(পার্সোনাল একাউন্ট)
বিকাশ,নগদ,রকেট সহ এই দিনটি অপশনই চালু আছে।
পেমেন্ট করার সময় অবশ্যই সেন্ড মানি অপশনটি ব্যবহার করতে হবে।
Bank Account Number : 04212100370367
Account Name: ASM Mahmudur Rahman,
EXIM Bank, Naria Branch, Shariatpur
এই তিনটি অপশন থেকে যেকোনো একটিতে আগে পেমেন্ট করে এই লিংকে প্রবেশ করে
ট্রানজেকশন আইডি নম্বর সহ অন্যান্য ইনফরমেশন গুলো ফিলাপ করে সাবমিট করার আগে পুনরায় ভালো করে চেক করে নেয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
#FF3333
#006699
#FFCCCC
FFCC99
336666
CC9999
আপনার মতামত দিন