3rd Shariatpur Mathematical Olympiad,2023
Update
তৃতীয় শরীয়তপুর গণিত উৎসব ২০২৩ সম্পর্কে
রেজিস্ট্রেশন ও যেকোন তথ্যের জন্যে যোগাযোগ:
01318581850,01926841150 (জাহিদ)
গণিত প্রচার ও জনপ্রিয়করণে ভিন্ন আঙ্গিকে শরিয়তপুরে আবারো উৎযাপিত হতে যাচ্ছে তৃতীয় শরীয়তপুর গণিত উৎসব ২০২৩।
এই আয়োজনে থাকছে মোট তিনটি সেগমেন্ট!
১। Mathematical Olympiad
২। Rubik’s Cube Challenge
৩। Short Workshop & Quiz on Game Development.
এবং সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Higher secondary category (class 11-12) • Number theory
• Geometry • Arithmetic • Algebra • Combination • Pattern • Trigonometry • Text book
Secondary category (class 9-10-ssc)
• Number theory • Geometry • Arithmetic • Algebra • pattern
• Trigonometry • Text book
Junior category (class 6-8)
• Number theory • Geometry • Arithmetic • Algebra • Pattern • Text book
Primary category (class 3-5)
• Number theory • Geometry • Arithmetic • Pattern• Text book
পরীক্ষার তারিখ: ডিসেম্বর প্রথম সপ্তাহ, ২০২৩।
ফর্ম জমা দেয়ার শেষ তারিখঃ২২ ই নভেম্বর, ২০২৩।
অনুষ্ঠানের সময়সূচী: সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৪:০০ পর্যন্ত ।
গনিত অলিম্পিয়াডটি পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:
•তৃতীয় থেকে পঞ্চম (প্রাইমারি)
•ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (জুনিয়র)
•নবম ও দশম শ্রেণি, (সেকেন্ডারী)
•একাদশ ও দ্বাদশ শ্রেণি (হায়ার সেকেন্ডারী) •স্নাতক (আন্ডারগ্রাজুয়েট)
শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
অংশগ্রহণ করলেই থাকছে :
প্রিমিয়াম টি-শার্ট দুপুরের খাবার সার্টিফিকেট বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার!!!
(প্রতিযোগীতার দিনই অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে)
শরীয়তপুর ম্যাথ সার্কেল সম্পর্কে
সংগঠনের স্লোগানঃ নেই কোন সংশয়, গণিত করবো জয়। গণিতের ভাষাতে রাখবো, শরীয়তপুরের পরিচয়।
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর মূল উদ্দেশ্য মূলত বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা।
দ্বিতীয় লক্ষ্য হলো জাতীয় এবং আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে অংশগ্রহণে প্রস্তুতির জন্য তথ্য এবং রিসোর্স দিয়ে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় ম্যাথ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সহযোগিতা করা।
তৃতীয়তঃ আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন শেষে অলিম্পিয়াডের বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে জাতীয় ম্যাথ অলিম্পিয়াডের অনুকরণে একটি প্রতিযোগিতার আয়োজন করা এবং যথাসম্ভব মূল্যায়ন করা।
উচ্চমাধ্যমিকঃ নর্দান কলেজ বাংলাদেশ
shariatpurmathcircle@gmail.com
মধুপুর, কার্তিকপুর, শরীয়তপুর।
আপনার মতামত দিন