“রাইজিংস্টার”, জাজিরা, শরীয়তপুর।

প্রতিষ্ঠাকাল: ২০১৪ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন “রাইজিংস্টার”।

সংগঠনের ধরণ :  রাইজিং স্টার একটি অরাজনৈতিক শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

মূলনীতিঃ “সুসম্পর্ক বজায় রেখে একত্রিত হওয়া এবং একে অপরকে সহযোগিতার বন্ধনে আবদ্ধ করে সামাজিক ক্ষেত্রে অবদান রাখা।”

শ্লোগানঃ “আমরা তরুণ ,আমরাই সেরা” এই শ্লোগান নিয়ে ‘আমাদের একফোঁটা ঘাম যেন হয় আরেকজনের মুখের হাসি’ এই লক্ষ্যে এগিয়ে যাওয়াই হবে রাইজিং স্টার সংগঠনের মূল লক্ষ্যে।

কার্যক্রম ও উদ্দেশ্যঃ রাইজিং স্টার একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন  (বিনোদনমূলক, ভ্রমণ, পুনর্মিলনী, খেলাধুলা, ইফতার অনুষ্ঠান,অনুপ্রেরণামূলক সেমিনার , সংবর্ধনা ), সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষাক্ষেত্রে সাহায্য প্রদান, অসহায়দের সাহায্য করাসহ সামাজিক স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের ভাব মূর্তি উজ্জ্বল করাই মূল লক্ষ্য/ উদ্দেশ্য।

পরিচালনা পর্ষদঃ  “রাইজিং স্টার” প্রতিষ্ঠাকালীন সময় থেকে একবছরমেয়াদী কমিটির মাধ্যমে এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।সভাপতি/সাধারণ সম্পাদকসহ একবছর মেয়াদী ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট “স্থায়ী কমিটি”র সদস্যদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।সংগঠনের চার বছরের কার্যক্রম: (২০১৪-২০১৭) রাইজিং স্টার প্রতিষ্ঠার শুরুতেই  গরিব ও অসহায় মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।পরবর্তী সময় নদী ভাঙ্গন কবলিতদের সাহায্য প্রদান, শীতকালে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিদ সামাজিক ও স্বেচ্ছাসেবী  কার্যক্রম পরিচালনা করে আসছে।  এছাড়াও উচ্চ শিক্ষায় সমস্যা সমাধান ও দিক নির্দেশনামূলক সেমিনার এর আয়োজন করে থাকে প্রতিবছর  পূনর্মিলনী  হিসেবে   রমজান  মাসে  ইফতার  অনুষ্ঠানের আয়োজন করে আসছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে সকল  সদস্যদের  আন্তরিকতায়  দ্রুততম  সময়ের  মধ্যে  অসহায়  মানুষদের  পাশে রাইজিং স্টার।সদস্য হওয়ার যোগ্যতাঃরাইজিং স্টার এর সদস্য পদ পেতে ইচ্ছুক সদস্যকে সংগঠনের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।  ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবে। ২০১৩ সালের এসএসসি ব্যাচ ব্যতীত কেউ এই সংগঠনের সদস্য হতে পারবে না। ২০১৩ সালের এসএসসি ব্যাচের নতুন যে সকল সদস্যরা সদস্য পদের জন্য আবেদন করবে এই সদস্যপদ গুলো স্থায়ী কমিটি ও সভাপতি/সাধারণ সম্পাদক দ্বারা অনুমোদিত হতে হবে।

যোগাযোগ:
রাইজিং স্টার এর অফিসিয়াল ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Rising.star13/

​মোবাইল ফোন :   +8801933607572   +8801931621721


তথ্য সূত্রঃ রাইজিং স্টার পরিচালনা পর্ষদ

আপনার মতামত দিন