ধরণ: একটি অনলাইন ভিত্তিক,অ-লাভ জনক, সামাজিক এবং রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রতিষ্ঠাকাল : ৩ এ্রপ্রিল ২০২৩
নামকরণ: সাবেক সাংসদ ইব্রাহিম খলিল এর পিতা বৃহত্তর ফরিদপুরের ঐতিহ্যবাহী বালা পরিবারের স্বনামধন্য মরহুম আলহাজ্ব ইউসুফ বালা সাহেব এর নামে নামকরণ করা হয়েছে।
কার্যক্রম: বালারহাট ও এর পার্শ্ববতী গ্রাম সহ সমগ্র শরীয়তপুর জেলা ব্যাপী জরুরি মুহূর্তে সম্পূর্ণ বিনা মুল্যে রক্তদান করা, রক্তদাতা খুজে দেয়া। রক্তদান কার্যক্রমে সংগঠনের সদস্যগণ সরাসরি অংশগ্রহণ করে থাকে প্রয়োজনে সংগঠনের বাইরের ব্যক্তিগণ ও এ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এর বাইরে এ সংগঠন সামাজিক এবং রাষ্ট্রীয় কল্যাণ মুলক উদ্দোগ নেয়া।
লক্ষ্য: শরীয়তপুর তথা সমগ্র পার্শ্ববর্তী এলাকায় রক্তের অভাবে যেন আর কোন প্রাণ ঝড়ে না পড়ে।
ভবিষ্যত পরিকল্পনা: অসহায় সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করা।
হাজী ইউসুফ বালা ব্লাড ডোনেটিং ক্লাব এর সাথে যোগাযোগ :
০১৮৯০১৮০৮৭০ ইমরান প্রামানিক ০১৩০৬৮৭১০৫৪ মুহাম্মদ সাদরিল বালা ০১৬৪৪৮৬৩৪৫৬ আবু নাঈম বালা ০১৭৫৪৮১৯৮০৭ জনি আহমেদ ০১৩১৯৬১৬২৬১ রনি আহমেদ |
আপনার মতামত দিন