স্লোগান: স্বপ্নের আগামী নির্মাণে
লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ:-
১। শিক্ষার হার ও মানবৃদ্ধিতে নানাবিধ কার্যক্রম পরিচালনা।
২। মাদকমুক্ত শরীয়তপুর ও সমাজ গড়তে বহুবিদ কার্যক্রম পরিচালনা।
৩। দুস্থ,এতিম,ছিন্নমুল ও পথশিশুদের নিয়ে কাজ করা।
৪। বিধবা,নিঃসন্তান ও অসহায় বৃদ্ধ মহিলাদের আর্থিক মানবিক সহায়তা করা।
৫। দূর্যোগকালীন ও পরবর্তী সময়ে নানাবিধ সহযোগিতা ও ত্রাণকর্মসূচী পরিচালনা।
৬। শরীয়তপুর জেলায় ব্লাড ব্যাংকের মাধ্যমে মুমূর্ষু রোগীকে রক্তদান করা।
৭। শরীয়তপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষন করা।
৮। প্রাকৃতিক এবং পরিবেশ রক্ষা বিষয়ে কর্মসূচি
৯। জনসচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন করা।
১০। সর্বোপরি শরীয়তপুরের উন্নয়নে নানাবিদ সামাজিক কার্যক্রম পরিচালনা।
একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
ইমেইল: swapnojatrafs@gmail.com
আপনার মতামত দিন